promotional_ad

ইংল্যান্ড-ভারত সিরিজে থাকছে না কঠোর সুরক্ষা বলয়

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারত দলে ডাক পেয়ে খুবই ‘স্পেশাল ও অবাস্তব’ লাগছে সুদর্শনের

৬ ঘন্টা আগে
ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই আছেন সাই সুদর্শন, ফাইল ফটো

ইংল্যান্ডে প্রতিনিয়তই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের ও ভারতের ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলে ইংল্যান্ডের সাতজন করোনা আক্রান্ত হয়েছিলেন।


যে কারণে নিয়মিত দলকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সারির দল খেলিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দেশের এমন অবস্থার পরও ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কঠোর সুরক্ষা বলয় রাখছে না ইংল্যান্ড। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, ক্রিকেটারদের মানসিক ধকলের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 


promotional_ad

এ প্রসঙ্গে হ্যারিসন বলেন, ‘কোভিডের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এক বছর, এমনকি ছয় মাস আগের চেয়েও আমরা এখন ভিন্ন অবস্থানে আছি। আমরা এখন চেষ্টা করছি, এটিকে সঙ্গে নিয়েই কিভাবে টিকে থাকা যায় এবং জৈব-সুরক্ষা আবহ ছাড়া কিভাবে নিরাপদ পরিবেশ গড়ে তোলা যায়।’


তিনি আরও বলেন, ‘দুটির ভেতর বড় পার্থক্য আছে। জৈব-নিরাপত্তা ও বলয়ে ক্রিকেটাররা বিরক্ত ও হতাশ হয়ে উঠছে। পরিবার থেকে দূরে থাকার সময়টা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে প্রচণ্ড বাজে প্রভাব ফেলছে। সামনে আমরা এই ধরনের পরিবেশ চালিয়ে যেতে পারব না।’


করোনার এমন পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে সেটা বলা মুশকিল। যে কারণে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভাবনা পরিবর্তন করতে চান হ্যারিসন। তাতে আসন্ন ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে জৈব সুরক্ষা বলয় খানিকটা শিথিল করা হবে। ক্রিকেটাররা হোটেলের আশেপাশে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। 


সময়ের সঙ্গে সঙ্গে ভাবনার পরিবর্তন নিয়ে হ্যারিসন বলেন, ‘কোভিডের সঙ্গেই বেঁচে থাকা শিখতে হবে আমাদের। আরও অনেক দিন হয়তো এভাবেই চলতে হবে। কাজেই সর্বাত্মক প্রতিরোধের চেয়ে এখন ঝুঁকি কমিয়ে আনার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের ভাবনা হলো, অবশ্যম্ভাবী সংক্রমণের প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য প্রটোকল তৈরি করতে হবে আমাদের।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball