promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না রুবেলের

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্যরা দুই ধাপে জিম্বাবুয়ে পৌঁছেছেন আগেই। কিন্তু ভিসা জটিলতায় জিম্বাবুয়ে যাওয়া আটকে ছিল শামিম হোসেন পাটুয়ারি এবং রুবেল হোসেনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঝে বেশ কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি।


অবশেষে বুধবার অবশেষে এল সুখবর। ভিসা হয়ে গিয়েছে দুজনেরই। বৃহস্পতিবার ভোরে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা। কিন্তু ভিসা হলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না রুবেল হোসেনের।


কারণ জিম্বাবুয়ে পৌঁছাতে পৌঁছাতে ১৬ তারিখও লেগে যেতে পারে দুজনের। সেই সঙ্গে কোয়ারেন্টাইন ও করোনা পরীক্ষার শর্তাবলী তো রয়েছেই। আর ১৬ তারিখ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।



promotional_ad

তাই প্রথম ওয়ানডেতে রুবেলকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে রুবেল বলেন, 'ভিসা হয়েছে আজ ভোরে ফ্লাইট। সেখানে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে কিনা নিশ্চিত না।'


'পৌঁছাতে পৌঁছাতে ১৬ তারিখ লেগে যেতে পারে। এরপর করোনা পরীক্ষাও আছে। ১৬ তারিখ প্রথম ওয়ানডে, মনে হচ্ছে খেলতে পারব না' যোগ করেন তিনি।


রুবেলের না খেলার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা। তিনি বলেন, 'রুবেলের তো সেখানে যেতে যেতেই ১৬ তারিখ। প্রথম ওয়ানডেতে খেলতে পারবে না এটাই তো স্বাভাবিক।'


এদিকে এই দুই ক্রিকেটারের ভিসা হয়ে যাওয়ার বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, 'ওদের ভিসা হয়ে গিয়েছে, আজ রাতেই ওরা রওনা হচ্ছে।'



রুবেল ওয়ানডে এবং টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও শামিম আছেন শুধু টি-টোয়েন্টির স্কোয়াডে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি আগামী ২৩ জুলাই। পরের দুটি ২৫ ও ২৭ জুলাই। আর তিনটি ওয়ানডে হবে ১৬, ১৮ এবং ২০ জুলাই। 


এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিন ধাপে জিম্বাবুয়ে গেছে টাইগাররা। শুরুতে দেশ ছেড়েছিল টেস্ট স্কোয়াড। এরপর গত ৮ জুলাই ঢাকা ত্যাগ করেন ওয়ানডে দলের সদস্যরা। এই দিনই যাওয়ার কথা ছিল রুবেলের। পরেরদিন অর্থাৎ ৯ জুলাই দেশ ছাড়ে টি-টোয়েন্টি স্কোয়াড। এদিন যাওয়ার কথা ছিল শামীমের।


ইতোমধ্যে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। হারারেতে অনুষ্ঠিত ম্যাচটি ২২০ রানে জিতেছে মুমিনুল হকের দল। লঙ্গার ভার্সনের খেলে মঙ্গলবার ভোরে দেশে ফিরেছেন টেস্ট স্কোয়াডের ৬ ক্রিকেটার। তবে নেট সেখানে রয়ে গিয়েছেন টেস্ট দলের দুই পেসার এবাদত হোসেন এবং আবু জায়েদ রাহি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball