promotional_ad

নুরুল হাসানকে দলে নেয়ার ব্যাখ্যা দিলেন নান্নু

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অমিত-সোহানদের ছাপিয়ে দিনটা নিউজিল্যান্ডের

২২ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাট হাতে দারুণ সময় পার করছেন কাজী নুরুল হাসান সোহান। আক্রমণাত্বক ব্যাটিং করার সঙ্গে বেশ কিছু ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 


তাতেই সোহানকে মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের। ফলে জিম্বাবুয়ে সফরের তিন ফরম্যাটের দলেই রাখা হয়েছে তাঁকে। সোহানকে দলের রাখার কারণ ব্যাখা করতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, শ্রীলঙ্কা সফর থেকেই তাঁকে মনে ধরেছে তাঁদের।


promotional_ad

শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ছিলেন ২৭ বছর বয়সি এই ক্রিকেটার। সেই সময় অনুশীলনে সোহানকে ভালো লেগেছিল টিম ম্যানেজমেন্টের। এরপর ডিপিএলের পারফরম্যান্স বাড়তি সুযোগ তৈরি করে দিয়েছে দলে সুযোগ পেতে। 


এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘বর্তমান পারফরম্যান্স যদি দেখেন আর শ্রীলঙ্কা সিরিজে আমরা ওকে (সোহান) সঙ্গে নিয়ে গিয়েছিলাম তখন টিম ম্যানেজমেন্টও যথেষ্ট খুশি ছিল ওর স্কিল ও অনুশীলন সেশনে। আমরা নির্বাচক প্যানেলও খুশি। বর্তমান পারফরম্যান্স ও সবকিছু মিলে মনে করলাম যে ওকে (সোহান) দলে অন্তর্ভুক্ত করা দরকার আছে।’


বর্তমানে বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে যারা কিনা বাংলাদেশ দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ পান না। যে তালিকায় সবার ওপরে রয়েছেন ইয়াসির আলি রাব্বি। তবে সোহান একাদশে সুযোগ পাবেন কিনা সেটা নির্ভর করে জিম্বাবুয়ের কন্ডিশন দেখে। তবে একাদশে সোহানের সুযোগ পাওয়া নিয়ে আশাবাদী প্রধান নির্বাচক।


নান্নু বলেন, ‘টিম ম্যানেজমেন্ট ওখানে গিয়ে সিদ্ধান্ত নিবে। কারণ ওখানে কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনের ব্যাপারটা টিম ম্যানেজমেন্ট ওখানে গিয়ে দেখতে হবে এবং সিদ্ধান্তটাও ওখানে গিয়ে নিবে। আমরা আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী যে ওখানে যেকোন একটা ফরম্যাটে তাকে সুযোগ দেওয়া হবে।’


ডিপিএলের এবারের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন সোহান। দলটির হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে প্রায় ১৫২ স্ট্রাইক রেটে ৩৪৬ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যেখানে এবারের আসরের সর্বোচ্চ ২৩টি ছক্কা মেরেছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball