promotional_ad

ঝুঁকি না নিতেই মুস্তাফিজকে খেলায়নি প্রাইম ব্যাংক

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনুশীলন করাকালীন পিঠে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে সেদিন ম্যাচ খেললেও এক ওভারও বোলিং করেননি এই পেসার। টিম ম্যানেজম্যান্ট থেকে জানানো হয়েছিল, ঝুঁকি না নিতেই মুস্তাফিজকে বোলিং করায়নি প্রাইম ব্যাংক।


এবার আবাহনী লিমিটেডের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে একাদশে নেই মুস্তাফিজ। দলটির ম্যানেজার শিকদার আবুল হাশেম জানিয়েছেন, বাঁহাতি এই পেসারের ইনজুরি গুরুতর নয়। তবে ঝুঁকি না নিতেই আবাহনীর বিপক্ষে দলে নেই মুস্তাফিজ।



promotional_ad

হাশেম বলেন, 'গেল ম্যাচে অনুশীলনের আগে পিঠে হালকা চোট পেয়েছিল মুস্তাফিজ। সে ওই ম্যাচ খেললেও বোলিংয়ে তাকে প্রয়োজন হয়নি। আজ আবাহনীর বিপক্ষে বড় ম্যাচ ছিল। ওকে আমরা একাদশের বাইরে রেখেছি।'


'কোন প্রকার ঝুঁকি আমরা নিতে চাইছি না বলেই এই সিদ্ধান্ত। এছাড়া সামনে জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজও আছে। আপাতত আজকের ম্যাচেই খেলছে না সে। আশা করছি পরের ম্যাচ থেকে ওকে পাওয়া যাবে' আরও যোগ করেন তিনি।


চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এখন পর্যন্ত অন্যতম সফল পেস বোলার মুস্তাফিজ। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয়স্থানে অবস্থান করছেন তিনি। ৭ ম্যাচে ৬ ইনিংসে নিয়েছেন ১৩ উইকেট।



মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে একাই মুস্তাফিজ শিকার করেছিলেন ২২ রান দিয়ে ৫ উইকেট। এছাড়া প্রাইম দোলেশ্বরের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট। তবে পারটেক্সের বিপক্ষে মাত্র এক ওভার বোলিং করেছিলেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball