দুঃখপ্রকাশ করে পার পেলো মোহামেডান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচ পাতানোর আলামত পেলে কড়া শাস্তি দেবে বিসিবি
১৯ এপ্রিল ২৫
অনুশীলনে জৈব সুরক্ষা বলয় ভেঙে বিতর্কের জন্ম দিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আনুষ্ঠানিক শুনানিতে এই অভিযোগ স্বীকার করে নিয়েছে দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি। যদিও এর ফলে তাদের কোনো শাস্তি পেতে হচ্ছে না।
গত ৪ জুন সাকিব আল হাসানের অনুশীলনে ঢুকে পড়েছিলেন এক বহিরাগত। এরপর এই বিষয়ের তদন্ত শুরু করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। মঙ্গলবার হয়েছে শুনানি।

ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি না করার জন্য মোহামেডান ক্লাবকে নোটিশ দিয়েছে সিসিডিএম। এই বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম।
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
বুধবার এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, শুনানিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন দলটির অধিনায়ক সাকিব আল হাসানও।
এনাম বলেন, 'বিসিবি ও সিসিডিএম থেকে আমরা শুনানি করেছি।…মোহামেডান ক্লাবের শীর্ষ কর্তারা ছিলেন, অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন, ম্যানেজার ছিলেন। দুর্ভাগ্যজনক যে সুরক্ষা বলয় ভঙ্গের ঘটনা ঘটেছে এটা নিয়ে তারাও অবগত, তারাও সেটা শেয়ার করেছেন। তারা দুঃখ প্রকাশ করেছেন।'
জৈব সুরক্ষা বলয় ভাঙার তদন্তের ঘোষণা দিয়ে সিসিডিএমের পক্ষ থেকে জানানো হয়েছিল এই ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা। তবে পরিশেষে সতর্ক করে দিয়েই এই ঘটনার ইতি টেনেছে সিসিডিএম।