promotional_ad

অভিষেক রাঙিয়েও রবিনসনের দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে শঙ্কা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট শুরুর আগে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। অথচ দিনের খেলা শেষ হতে না হতেই সেই দলেরই অভিষিক্ত পেসার অলি রবিনসনের বর্ণবাদী আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় হইচই। পূর্বের করা ভুলের জন্য ক্ষমা চাইলেও পার পাচ্ছেন না তিনি।


নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট এই অভিষিক্ত পেসারের খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কেননা বর্ণবাদের বিরুদ্ধে সবসময়ই কঠোর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাই দ্বিতীয় টেস্টের জন্য তাকে দলের বাইরে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছে 'দ্যা ডেইলি টেলিগ্রাফ'।


promotional_ad

২৭ বছর বয়সী এই পেসার লর্ডস টেস্ট দিয়ে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন। উদ্বোধনী দিনের পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন দ্বিতীয় দিনেও, আউট করেছেন হুরুত্বপূর্ণ ৪ কিউই ব্যাটসম্যানকে। খেলা শুরুর আগে কালো টিশার্ট পরে দলের বর্ণবাদ ও লিঙ্গবৈষম্যবিরোধী অবস্থানেও অংশ নিয়েছিলেন।

অথচ ২০১২ থেকে ২০১৪ সালে তার করা টুইটে এশীয় নারী এবং মুসলিমদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন তিনি। রবিনসন যখন কিউই ব্যাটসম্যানদের সামলাচ্ছেন, তখন একে একে ভাইরাল হতে থাকে তার পুরনো টুইট। দিনের খেলা শেষ হতেই অবশ্য পুরনো ভুলের ক্ষমা চান এবং অনুতপ্ত প্রকাশ করেন।


তারপরেও ইংলিশ ক্রিকেট বোর্ডের বর্ণবাদের বিরুদ্ধে 'নো টলারেন্স' নীতির কারণে অভিষেক টেস্ট রাঙিয়েও দ্বিতীয় টেস্টের একাদশের বাইরে থাকতে হতে পারে রবিনসনকে। যদিও ইংলিশের সহকারী কোচ গ্রাহাম থর্প বলেছেন, 'ড্রেসিংরুমের জন্য তাকে দুঃখিত বলতে হয়েছিল, তাঁর করা পূর্বের কাজ সম্পর্কে বিশ্বকেও বলতে হতে হয়েছিল।'


তিনি আরো বলেন, 'সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এটি তাঁর পক্ষে খুব কঠিন কিন্তু সে জানে যে সে ভুল করেছে। সুতরাং দিনের শেষে, তাই তাকে এই ক্ষমা চেয়ে নিতে হয়েছিল। তবে আমাদের ড্রেসিংরুমেও তাকে আমাদের সমর্থন করতে হয়েছিল।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball