promotional_ad

মিরপুরে এক দিনে প্রিমিয়ার লিগের ৩টি করে ম্যাচ

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপনডেন্ট ||


বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার সকালে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। শুরুতে জানানো হয়, ৩ জুন আবারও মাঠে গড়াবে দ্বিতীয় রাউন্ড। কিন্তু ঘন্টা কয়েকের মধ্যে সিদ্ধান্তে আরও কিছু পরিবর্তন এনেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিস (সিসিসিডিএম)।


নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২জুন বুধবার মাঠে গড়াবে ডিপিএলের দ্বিতীয় রাউন্ডের তিনটি ম্যাচ। এরপরের দিন হবে একই রাউন্ডের বাকি ৩টি ম্যাচ। অর্থাৎ এখন থেকে ২দিনে শেষ হবে এক রাউন্ডের ম্যাচ।



promotional_ad

প্রথম রাউন্ড তিন ভেন্যুতে গড়ালেও ২ থেকে ৫জুন পর্যন্ত সবকটি ম্যাচ হবে মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই হিসেবে দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডের ম্যাচ চলবে ৫জুন পর্যন্ত।


এরপর থেকে থেকে আবার দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু থাকবে তিনটি। নতুন সূচি নিয়ে আপাতত কাজ চালিয়ে যাচ্ছে সিসিডিএম। তবে যতদূর জানা গিয়েছে সকাল ৯টা এবং দুপুর দেড়টার পর তৃতীয় ম্যাচটি হতে পারে সন্ধ্যা ৬টায় বা তার খানিক আগে। 


বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলি হোসেন। তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সিদ্ধান্তে আরেকটু পরিবর্তন এনেছি। এখন থেকে  একদিনে মিরপুরেই হবে তিনটি ম্যাচ'



'২ তারিখ থেকে নতুন সূচিতে হবে ম্যাচগুলো। এখনও সূচি বানানো নিয়ে আমাদের কাজ চলছে। তবে ২ থেকে ৫ জুন পর্যন্ত প্রতিদিন ৩টি করে ম্যাচ হবে। এরপর আবার আগের মতো ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে' আরও যোগ করেন আলি হোসেন।


চলমান প্রিমিয়ার লিগে ইতোমধ্যে প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথম দিন ৬টি ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে স্থগিত হয় ব্রাদার্স ইউনিয়ন-প্রাইম দোলেশ্বর এবং ওল্ড ডিওএইচস-লিজেন্ড অব রুপগঞ্জের ম্যাচ দুটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball