promotional_ad

ভারতের বিপক্ষে খেলতে না পারলে পুরো মৌসুম বসে কাটাবেন আর্চার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোট পিছু ছাড়ছে না জোফরা আর্চারের। কদিন আগেই আঙুলের অস্ত্রোপচার করে ফিরেছেন তিনি। এবার পুরনো কনুইয়ের চোটে আবারও মাঠের বাইরে চলে গেছেন ইংল্যান্ডের এই পেসার।


এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এই পেসারকে পাচ্ছে না ইংল্যান্ড। তাঁর কনুইয়ে অস্ত্রোপচারও করাতে হতে পারে। অবশ্য আর্চার জানিয়েছেন অস্ত্রোপচার নিয়ে তিনি তাড়াহুড়ো করতে চান না।


পুনর্বাসন দ্রুত শেষ করে মাঠে ফিরতে পারলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান আর্চার। তবে সেটা সম্ভব না হলে পুরো মৌসুম মাঠের বাইরে বসে কাটাতে চান তিনি। তাঁর বিশ্বাস এতে করে ক্যারিয়ার লম্বা হবে তাঁর।


promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্চার বলেছেন, 'একটি বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে কনুইয়ের অস্ত্রোপচারের পর মাঠে ফেরার জন্য আমি যেন তাড়াহুড়ো না করি। আমার প্রাথমিক লক্ষ্য ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ও এই বছরের শেষে অ্যাশেজ খেলা।'


আঙুলের অস্ত্রোপচারের পর এ মাসের শুরুতেই সাসেক্সের দ্বিতীয় একাদশের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন আর্চার। এরপর বৃহস্পতিবার তিনি মাঠে নামেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে।


কেন্টের বিপক্ষে দারুণ বোলিং করে ১৩ ওভারে তিনি শিকার করেন ২ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বোলিং করেই বাইরে চলে যেতে হয় তাকে। এরপর জানা যায় চোটের কারণে আর খেলতে পারছেন না তিনি।


নিজের পরিকল্পনার কথা জানিয়ে আর্চার বলেন, 'আমার এটাই লক্ষ্য। আমি যদি এর আগে মাঠে ফিরতে পারি এবং ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পারি তাহলে ভালো হবে। আর যদি সেটা না পারি তবে আমি এই পুরো গ্রীষ্ম বসে কাটাতে চাই।'


'আমি এভাবেই ব্যাপারটাকে দেখছি। আমি হয়তো বছরের কয়েকটি সপ্তাহ মিস করবো তবে এটা আমার ক্যারিয়ার আরও কয়েক বছর বৃদ্ধি করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball