ভারতের বিপক্ষে খেলতে না পারলে পুরো মৌসুম বসে কাটাবেন আর্চার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট পিছু ছাড়ছে না জোফরা আর্চারের। কদিন আগেই আঙুলের অস্ত্রোপচার করে ফিরেছেন তিনি। এবার পুরনো কনুইয়ের চোটে আবারও মাঠের বাইরে চলে গেছেন ইংল্যান্ডের এই পেসার।
এর ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে এই পেসারকে পাচ্ছে না ইংল্যান্ড। তাঁর কনুইয়ে অস্ত্রোপচারও করাতে হতে পারে। অবশ্য আর্চার জানিয়েছেন অস্ত্রোপচার নিয়ে তিনি তাড়াহুড়ো করতে চান না।
পুনর্বাসন দ্রুত শেষ করে মাঠে ফিরতে পারলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে চান আর্চার। তবে সেটা সম্ভব না হলে পুরো মৌসুম মাঠের বাইরে বসে কাটাতে চান তিনি। তাঁর বিশ্বাস এতে করে ক্যারিয়ার লম্বা হবে তাঁর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্চার বলেছেন, 'একটি বিষয়ে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে কনুইয়ের অস্ত্রোপচারের পর মাঠে ফেরার জন্য আমি যেন তাড়াহুড়ো না করি। আমার প্রাথমিক লক্ষ্য ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ও এই বছরের শেষে অ্যাশেজ খেলা।'
আঙুলের অস্ত্রোপচারের পর এ মাসের শুরুতেই সাসেক্সের দ্বিতীয় একাদশের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন আর্চার। এরপর বৃহস্পতিবার তিনি মাঠে নামেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে।
কেন্টের বিপক্ষে দারুণ বোলিং করে ১৩ ওভারে তিনি শিকার করেন ২ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বোলিং করেই বাইরে চলে যেতে হয় তাকে। এরপর জানা যায় চোটের কারণে আর খেলতে পারছেন না তিনি।
নিজের পরিকল্পনার কথা জানিয়ে আর্চার বলেন, 'আমার এটাই লক্ষ্য। আমি যদি এর আগে মাঠে ফিরতে পারি এবং ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পারি তাহলে ভালো হবে। আর যদি সেটা না পারি তবে আমি এই পুরো গ্রীষ্ম বসে কাটাতে চাই।'
'আমি এভাবেই ব্যাপারটাকে দেখছি। আমি হয়তো বছরের কয়েকটি সপ্তাহ মিস করবো তবে এটা আমার ক্যারিয়ার আরও কয়েক বছর বৃদ্ধি করবে।'