promotional_ad

জিম্বাবুয়ে সফরে কমছে টেস্ট, টি-টোয়েন্টি বাড়ছে অস্ট্রেলিয়া সিরিজে

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

কলকাতার নতুন সহকারী কোচ গিবসন

৮ মার্চ ২৫
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন, ফাইল ছবি

পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচিতে। কমিয়ে আনা হয়েছে টেস্ট ম্যাচের সংখ্যা। তবে বেড়েছে একটি টি-টোয়েন্টি। সফরে দুই টেস্টের পরিবর্তে এখন হবে একটি টেস্ট। আর দুই টি-টোয়েন্টির সংখ্যা বেড়ে হয়েছে তিনটি। 


গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। মূলত আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) কারণে টেস্ট কমাতে হচ্ছে বিসিবিকে। ৩১ মে প্রিমিয়ার লিগ শুরু হতে যাওয়া এই লিগ চলতে পারে ২৪ জুন পর্যন্ত।


এরপর কয়েক দিন বিশ্রাম নিয়ে ২৯ জুন জিম্বাবুয়ের বিমানে উঠবেন তামিম-মুশফিকরা। ভবিষ্যৎ সূচি অনুযায়ী কোয়ারেন্টাইন ও প্রস্তুতি ম্যাচ শেষে ৭ জুলাই সফরের প্রথম ও একমাত্র টেস্টটি শুরু বুলাওয়েতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তিনটি টি–টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল। 



promotional_ad

সীমিত ওভারের সবকটি ম্যাচ হবে হারারেতে। ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। 


আরো পড়ুন

পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি

৫ মার্চ ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে নিলেন কোহলি, ফাইল ফটো

জিম্বাবুয়ে সফরে টেস্ট কমানো প্রসঙ্গে আকরাম বলেন, 'আপাতত আমাদের সূচি খুব ব্যস্ত। আমাদের এই সিরিজের পর ক্লাব ক্রিকেট শুরু হবে। তারপর সময়ের জন্য জিম্বাবুয়ে থেকে একটি টেস্ট কমিয়ে একটি টি-টোয়েন্টি বাড়িয়েছি।'


'তারপর জিম্বাবুয়ে থেকে ফেরার পর আমাদের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজ আছে। তারপর ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে থাকার বিষয়টি দেখতে হবে। সবকিছু মিলিয়ে ভাবতে হবে। অতিরিক্ত খেলাও কিন্তু ভালো না। আমরা এসব নিয়ে ভাবছি। এই সিরিজের পর এসব নিয়ে চিন্তা করব' আরও যোগ করেন তিনি। 


জিম্বাবুয়ে সিরিজের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেই সিরিজেও বেড়েছে ম্যাচের সংখ্যা। তিনটি টি-টোয়েন্টির পরিবর্তে এখন ৫টি ম্যাচ খেলবে দুই দল। 



আকরাম বলেন, 'আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের তিনটি ছিল ম্যাচ সেটা পাঁচটা করতে চেয়েছি এবং ওরা রাজি হয়েছে। এবং এটা আট থেকে নয় দিনের মধ্যেই। আমরা প্রস্তুতিটা যতটা ভালো করা যায় সেই চেষ্টাই করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball