হাসপাতালে সাইফউদ্দিন, কনকাশন সাব তাসকিন
.jpg)
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৫ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন মাথায় চোট পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আপাতত এই অলরাউন্ডারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশের ইনিংসের ৪৭তম ওভারের দ্বিতীয় বলে দুশমান্থ চামিরার একটি বাউন্স বল সাইফউদ্দিনের মাথায় লাগে। তবুও দ্রুত একটি রান নেওয়ার চেষ্টায় সফল হননি তিনি। তিনি কুসল মেন্ডিসের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন।

ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছানোর চেষ্টা করেছিলেন সাইফউদ্দিন, তবে সফল হননি। সে সময় আবারও মাথায় আঘাত পান তিনি। এর ফলে মুশফিকের সঙ্গে তাঁর ৪৮ রানের জুটি ভাঙে। আউট হওয়ার পর ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
গুজরাটে ফিলিপসের বদলি শ্রীলঙ্কার শানাকা
১৮ এপ্রিল ২৫
এরপরই প্যাভিলিয়নে ফিরে যান সাইফউদ্দিন। সন্ধ্যা ৬টা নাগাদ জানা যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপাতত শুধু স্ক্যান করা হবে এবং গুরুতর কিছু হয়েছে কিনা তাও দেখা হবে।
কনকাশন সাব হিসেবে সাইফউদ্দিনের জায়গায় মাঠে নেমেছেন তাসকিন আহমেদ। এর আগে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৪৬ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।