বিশ্বকাপে বাংলাদেশ ভালো করুক, তবে ইংল্যান্ডের বিপক্ষে নয়: মালান

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত মালান
৮ ফেব্রুয়ারি ২৫
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটে খুব ভালো দল না হলেও উপমহাদেশের কন্ডিশনে খেলা হওয়ায় বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন ডেভিড মালান।
দলীয়ভাবে বিশ্বকাপে ভালো করুক, এমন প্রত্যাশার কথা জানালেও সেটা যেন ইংল্যান্ডের বিপক্ষে না হয় এমন আশা ব্যক্ত করেছেন আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটসম্যান। এদিকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নেয়ার জন্য বাংলাদেশের যথেষ্ট ক্রিকেটার রয়েছে বলে মনে করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জির লাইভে মালান বলেন, ‘তাদের (বাংলাদেশের) কি করা উচিত এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। আমার মনে হয় এই কাজটা কোচ এবং অধিনায়কের। কিন্তু আমি অবশ্যই মনে করি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নেয়ার জন্য তাদের যথেষ্ঠ খেলোয়াড় রয়েছে। বিশেষ করে উপমহাদেশের কন্ডিশনে পরবর্তী বিশ্বকাপ।’
আইয়ারের বাদ পড়া নিয়ে শেবাগের প্রশ্ন
৩ ঘন্টা আগে
তিনি আরও বলেন, ‘এটি বাংলাদেশেরও শক্তির জায়গা। আশা করি তারা দলীয়ভাবে ভালো করবে। তবে আমি চাই যে তারা ইংল্যান্ডের বিপক্ষে ভালো না করুক। বিশ্বকাপে ইংল্যান্ড যদি বাংলাদেশের বিপক্ষে খেলে তাহলে তারাও (ইংল্যান্ড) এই কাজটাই করবে।’
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেললেও সবধরনের ক্রিকেট অনুসরণ করেন মালান। বিভিন্ন ক্রিকেটার ও দলের খেলা অনুসরণ করলে লাভ হয় বলে জানান তিনি। এদিকে বাংলাদেশ দলের প্রশংসা করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। যেখানে তিনি জানিয়েছেন, বাংলাদেশে দারুণ সব ক্রিকেটার রয়েছে।
মালান বলেন, ‘ওহ হ্যাঁ, আমি সব ক্রিকেটই অনুসরণ করি। আমি শুরুর দিকে যেমন বলেছিলাম আপনি আপনার বন্ধু ও বিভিন্ন দল অনুসরণ করতে পারেন এবং সেটা আশা করি ভালো করে। আমি মনে করি বাংলাদেশ সত্যিই প্রতিভাবান একটি দল। তাদের বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় রয়েছে। আমার মনে হয় সাফল্য পেতে তাদেরকে দলীয়ভাবে ভালো করতে হবে। এটা করার মতো খেলোয়াড় তাদের রয়েছে।’