‘বাড়তি লাইক পাওয়ার আশায় সবাই কোহলিকে সেরা বলে’
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৬ রানে ৭ উইকেট হারিয়ে হারল কোহলিরা
২৪ মে ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। ব্যাটসম্যান হিসেবে তাঁরা দুজন সমানে সমান হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তি লাইক পাওয়ার আশায় সবাই কোহলিকে সেরা বলেন! নিউজিল্যান্ডের স্পার্ক স্পোর্টে দেয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন মাইকেল ভন।
আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। যেখানে সেরা হওয়ার লড়াইয়ে দুই দলের ব্যাটিং ইউনিটের গুরু দায়িত্ব থাকবে কোহলি ও উইলিয়ামসনের ওপর। দলের শিরোপা লড়াইয়ের সঙ্গে লড়াই হবে দুই সেরা ব্যাটসম্যানের মাঝেও।

আইসিসির টেস্ট ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন রাজত্ব করলেও সেটি এখন উইলিয়ামসনের দখলে। গেল ডিসেম্বর থেকে ৈএক নম্বর জায়গাটা নিজের করে নিয়েছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। তিন ফরম্যাট মিলিয়ে অনেকে কোহলিকে সেরা মানলেও সেটা নারাজ ভন। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের দাবি, উইলিয়ামসন ভারতের হলে তাকে সবাই বিশ্ব সেরা মানতো।
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
এ প্রসঙ্গে ভন বলেন, ‘কেন উইলিয়ামসন যদি ভারতীয় হতো, সে হতো বিশ্বের সেরা ক্রিকেটার। কিন্তু সে এখন সেরা নয়, কারণ বিরাট কোহলি সেরা নয়, এটা বলার সুযোগই নেই। (কোহলিকে সেরা না বললে) সামাজিক যোগাযোগমাধ্যমে ধুয়ে ফেলা হবে। সবাই বিরাটকে সেরা বলে নিশ্চিতভাবেই স্রেফ বেশি ক্লিক ও লাইক পাওয়ার খাতিরে, বেশি অনুসারী পাওয়ার জন্য।’
তিনি আরও বলেন, ‘কিন্তু সব সংস্করণ মিলিয়েই, কেন উইলিয়ামসন সমানভাবেই সেরা। যেভাবে সে খেলে, তার ধীরস্থির আচরণ, সৌম্য ভাবমূর্তি, তার বিনয় এবং নিশ্চুপ থেকে যেভাবে নিজের কাজ করে যায়… (সব মিলিয়েই)।’
পরিসংখ্যানে টেস্ট উইলিয়ামসন এগিয়ে থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোহলির চেয়ে বেশ পিছিয়ে। যদিও ভন মনে করেন, কোহলির সঙ্গে উইলিয়ামসনের পার্থক্য কেবল ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ও বিজ্ঞাপন থেকে টাকা আয়ের ক্ষেত্রে। তাছাড়া দুজনই সমানে সমান।
ভন বলেন, ‘কেন উইলিয়ামসনও দারুণ সাফল্য পেয়েছে। এমন নয় যে নিউ জিল্যান্ডের আপনাদের সঙ্গে কথা বলছি বলেই এসব বলছি। বরং তিন সংস্করণ মিলিয়েই গ্রেট ক্রিকেটারদের মধ্যে একজন উইলিয়ামসন এবং নিশ্চিতভাবেই সে কোহলির সমমানের। ব্যাপারটি স্রেফ হলো, তার ইনস্টাগ্রামে ১০ কোটি অনুসারী নেই, বিজ্ঞাপন থেকে সে ৩-৪ কোটি ডলার বা প্রতি বছর কোহলি যা পায়, ততটা আয় করে না।’