promotional_ad

স্থগিত আইপিএল ইংল্যান্ডে আয়োজনের পক্ষে পিটারসেন

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে পাওয়া চোটে পাকিস্তান সিরিজ শেষ মুস্তাফিজের

১৬ মিনিট আগে
দিল্লির জার্সিতে মুস্তাফিজুর রহমান

করোনার থাবায় মাঝপথেই স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। এর মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল ২৮ টি ম্যাচ। বাকি রয়েছে প্লে অফসহ আরো ৩২টি ম্যাচ। স্থগিত হয়ে যাওয়া সেই আইপিএল এ বছরের সেপ্টেম্বরে আয়োজনের চিন্তা ভাবনা করা হচ্ছে এমনটাই জানিয়েছিল গভর্নিং কাউন্সিল।


যদিও বাকি অংশ কোথায় অনুষ্ঠিত হবে তা জানা যায়নি। ভারতের করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে তা গত বছরের ন্যায় সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে পারে এমনটাই ভাবছিলেন অনেকে। এর মধ্যেই আবার ইংল্যান্ড কাউন্টি লিগের বেশ কয়েকটি দল জানিয়েছিল আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় তারা।


promotional_ad

এবার তাদের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। নিজের দেশে আইপিএল আয়োজনের পক্ষে তিনি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন সেপ্টেম্বরে ইংল্যান্ড-ভারত সিরিজের পর ফাঁকা সময়ের কথা। এই সময়টায় আইপিএল আয়োজনের জন্য ইংল্যান্ড উপযুক্ত বলে মনে করেন তিনি।


আরো পড়ুন

দিল্লির মেন্টর পিটারসেন

২৭ ফেব্রুয়ারি ২৫
প্রথমবারের মতো আইপিএলে কোচিং করাবেন কেভিন পিটারসেন

পিটারসেন বলেন, 'সংযুক্ত আরব আমিরাতে সেপ্টেম্বরে আইপিএল শেষ করার সম্ভাব্য গন্তব্য হিসাবে অনেককেই কথা বলতে দেখেছি। তবে আমি আসলে মনে করি যে আইপিএল যুক্তরাজ্যে চলে যাওয়া উচিত। ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজ শেষ হওয়ার পর সেপ্টেম্বরে একটি ফাঁকা সময় রয়েছে। সেরা ভারতীয় খেলোয়াড়রা সেখানে উপস্থিত থাকবেন এবং সেরা ইংলিশ খেলোয়াড়রাও থাকবেন।'


কাউন্টি দলগুলো ছাড়াও আইপিএল চলাকালীন একবার হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই জাকজমকপূর্ণ আসরটি ইংল্যান্ডের আয়োজন করতে চেয়েছিলেন লন্ডনের মেয়র সাদিক খান। পিটারসেনও জানালেন, ইংল্যান্ডে আইপিএল আয়োজিত হলে মাঠে দর্শক প্রবেশের অনুমতির ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে।


তিনি বলেন, 'মধ্য-থেকে-শেষের দিকে সেপ্টেম্বর হলো যুক্তরাজ্যের সবচেয়ে সুন্দর সময়। তারা ম্যানচেস্টার, লিডস, বার্মিংহাম এবং লন্ডনের দুটি মাঠ ব্যবহার করতে পারে। সাদিক খান আইপিএলকে লন্ডনে আনতে চাওয়ার কথা বলেছিলেন এবং স্যারে তাতে একমত হয়েছিল।'


তিনি আরো বলেন, 'এখানে যে মাঠগুলি আছে সেগুলিতে ভিড়ের অনুমতি দেয়ার একটি ভাল সম্ভাবনা রয়েছে এবং দুর্দান্ত পরিবেশ থাকবে।আইপিএল সংযুক্ত আরব আমিরাত হয়েছিল। এটি দক্ষিণ আফ্রিকাতেও হয়েছিল। আমি মনে করি ইংল্যান্ড এখন বাকি ম্যাচগুলো আয়োজনের উপযুক্ত জায়গা হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball