promotional_ad

বাংলাদেশে এসে করোনা আক্রান্ত দক্ষিণ আফ্রিকার ৫ নারী ক্রিকেটার

বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের বিপক্ষে ৫টি ওয়ানডে খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। কিন্তু দেশের করোনা পরিস্তিতির অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন জারি করেছে। যে কারণে এক ম্যাচ না খেলেই দেশে ফিরে যাচ্ছে প্রোটিয়া নারীরা। কিন্তু দলের সঙ্গে যেতে পারছেন না তাদের স্কোয়াডের ৫ সদস্য।


করোনা পজিটিভ আসায় বাংলাদেশেই থেকে যেতে হচ্ছে এই পাঁচজনকে। এই পাঁচ ক্রিকেটার হলেন, সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি, রবিন শার্লি ও দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।



promotional_ad

সোমবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দলের সবাই করোনা পরীক্ষার নমুনা দেন। করোনা পরীক্ষার ফল আসে রাতে। তখন সিলেট ছেড়ে দেশের পথে উড়াল দেওয়ার অপেক্ষায় থাকা দলটি ঢাকায় অবস্থান করছিল।


করোনা পজিটিভ হওয়া দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ সদস্য এখন হোটেলে আইসোলেশনে আছেন। এ প্রসঙ্গে মনজুর হোসাইন চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মেয়েদের সবারই আজ (সোমবার) দেশে ফেরারকথা ছিল। তবে তার আগে গতকাল টেস্ট করালে ৫ জনের ফল পজিটিভ আসে। বাকিরা ভোরে রওয়ানা করেছেন।' 


'এ ৫ জন বর্তমানে ঢাকায় আইসোলেশনে আছেন। তাদের ফল পজিটিভ আসার কোনো কারণ নেই। এখানে এসে তারা জৈব সুরক্ষা বলয়ীর মধ্যে ছিলেন। এমনকি প্রতি তিন দিন পর পর পরীক্ষা করিয়েছি আমরা। আজ (মঙ্গলবার) আবার করোনা পরীক্ষা করানো হবে। নেগেটিভ বা পজিটিভ যেটিই আসুক, ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব আমরা’ আরও যোগ করেন তিনি।



বাংলাদেশ সফরে এসে এমনিতেই দক্ষিণ আফ্রিকার মেয়েদের ভালো সময় কাটেনি। ৪টি ওয়ানডেতেই হেরেছে সফরকারীরা। এই সফরের আগে ভারত সফরে গিয়েছিলেন প্রোটিয়া নারীরা। কিন্তু সেখানে ছিল উল্টো চিত্র। ভারতকে ৪-১ এ হারিয়েছে প্রোটিয়া মেয়েরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও তারা ২-১ ব্যবধানে জিতেছিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball