promotional_ad

প্রথম টি-টোয়েন্টিতে মুশফিককে পাচ্ছে না বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজে লড়তে অপেক্ষায় আছে বাংলাদেশ। তবে এই সংক্ষিপ্ত ফরম্যাটের প্রথম ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ শুনতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।


চোটের কারণে খেলতে পারবেন না মুশফিকুর রহিম। জানা গেছে, আঙ্গুল এবং পুরনো কাঁধের চোটে ভুগছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে বাকি দুটি টি-টোয়েন্টিতে মুশফিক খেলতে পারবেন কিনা এ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি।


কাঁধের চোট আগে থেকেই ভোগাচ্ছিল মুশফিককে। সেই সঙ্গে এবার যোগ হয়েছে আঙ্গুলের চোটও। শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের ছোড়া বল হেনরি নিকোলসের ব্যাটের কানায় লেগে মুশফিকের গ্লাভস ছুঁয়ে বাউন্ডারিতে চলে যায়।



promotional_ad

বল হাত থেকে ছুটে যাওয়ার পরই বেশ অস্বস্তিতে দেখা যায় মুশফিককে। তারপরও পুরো ম্যাচে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন এই উইকেটরক্ষক। এমনকি ব্যাটিংয়েও নেমেছিলেন। তবে দলকে বড় স্কোর উপহার দিতে পারেননি। 


মুশফিক না থাকায় এই ম্যাচে সিনিয়র ক্রিকেটার হিসেবে থাকছেন শুধু মাত্র মাহমুদউল্লাহ। কারণ ওয়ানডে দলপতি পারিবারিক কারণে ছুটি দিয়ে দেশে ফিরছেন। আর সাকিব আল হাসান আগে থেকেই নিউজিল্যান্ড সিরিজে ছিলেন না।


এমন অবস্থায় মুশফিকের চোট আরেকটু ব্যাকফুটে ঠেলে দিতে পারে বাংলাদেশকে। কারণ সীমিত ওভারের সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জয়ের ধারায় ফেরার লক্ষ্যেই মাঠে নামতে চেয়েছে বাংলাদেশ। 


সিরিজ শুরুর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন যে, প্রথম ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবেন। মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়ে???্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ কাল আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball