promotional_ad

বিকেএসপিতে তাইবুর সঙ্গে আসছেন অস্ট্রেলিয়ান কোচও

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তাতেন্দা টাইবু এবং অ্যান্ডি কটামকে। ইতোমধ্যে তাইবুর সঙ্গে পরোক্ষভাবে চুক্তিও সম্পন্ন হয়েছে তাদের। তবে বাংলাদেশে আসার পরই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়কের সঙ্গে। অন্যদিকে কটাম অস্ট্রেলিয়ার এইচপি দলের কোচের দায়িত্ব পালন করেছেন। 


আপাতত ভিসার জন্য বাংলাদেশে আসতে পারছেন না তাইবু। তবে সাবেক এই উইকেটরক্ষক আশাবাদী চলতি সপ্তাহের মধ্যেই বাংলাদেশ পা রাখবেন তিনি। ক্রিকফ্রেঞ্জিকে বিকেএসপির সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাইবু নিজেই।


সেই সঙ্গে জানিয়েছেন, বিকেসপির তরুণদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন তিনি এবং বিষয়টি তাঁর কাছে অবশ্যই রোমাঞ্চকর। তাইবু বলেন, 'হ্যাঁ আমি বাংলাদেশে আসছি। বিকেএসপির কোচ হিসেবে। ওদের সঙ্গে আমার চুক্তি সম্পন্ন হয়েছে।'



promotional_ad

'ভিসার কারণে এখনও আসতে পারিনি। তবে আশা করছি চলতি সপ্তাহেই বাংলাদেশে পা রাখব। এখানকার তরুণদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। আর সত্যি রোমাঞ্চিত আমি' আরও যোগ করেন তিনি।


এই বিষয়ে বিকেসএপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান ক্রিকফ্রেঞ্জিকে বলেন, শুধু তাইবু নয় আমরা দুজনের সঙ্গে যোগাযোগ করেছি। আরেকজন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ডি কটাম। তাইবুর সঙ্গে তিনিও আসবেন।


'তাইবুর সঙ্গে আমাদের ইমেইলে কথা হয়েছিল। তাঁর সঙ্গে সব ঠিকঠাক হয়েছে। বাংলাদেশে এসে আনুষ্ঠানিক চুক্তি সই করবে সে। কটাম কবে নাগাদ আসবে তা নিশ্চিত করতে পারছি না।'  


২০০১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২০০৪ সালে মাত্র ২০ বছর বয়সে জিম্বাবুয়ের টেস্ট অধিনায়কত্ব পান তাইবু। যা ২০১৯ সাল পর্যন্ত সবচেয়ে কম বয়সে টেস্ট অধিনায়কত্ব পাওয়ার রেকর্ড ছিল। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের হয়ে অধিনায়কত্ব করতে নেমে এই রেকর্ড ভাঙেন রশিদ খান।



২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তাতেন্দা তাইবু খেলেছেন ২৮ টেস্ট, ১৫০ ওয়ানডে ও ১৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। রান করেছেন টেস্টে ১৫৪৬, ওয়ানডেতে ৩৩৯৩ ও টি-টোয়েন্টিতে ২৫৯। উইকেটরক্ষক এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্যারিয়ার অবশ্য টিকেছিল ২০১৯ সাল পর্যন্ত। ১২১ টি প্রথম শ্রেণির ম্যাচে রান করেছেন ৭ হাজারের বেশি।


কটাম ইংল্যান্ডের ক্রিকেটার হলেও ক্যারিয়ার শেষে পাড়ি জমান অস্ট্রেলিয়ার পার্থে। সেখানে হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে আপাতত ইন্দোনেশিয়া নারী দলের প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। এছাড়া ডার্বিশায়ার এবং সমারসেটের হয়ে ১৩টি প্রথম শ্রেণী এবং ৬টি লিস্ট এ ম্যাচ খেলেছেন কটাম। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball