promotional_ad

শ্রীলঙ্কা সফরের আগে এনসিএলের দুই রাউন্ড খেলবেন মুমিনুল

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনাকালে লম্বা বিরতির পর ঘরোয়া ওয়ানডে এবং টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার শীঘ্রই ফিরতে যাচ্ছে লঙ্গার ভার্সনের ক্রিকেটও। সবকিছু ঠিক থাকলে মার্চের তৃতীয় সপ্তাহ বা এর দুই-তিন দিন পরই মাঠে গড়াতে পারে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।


যতদূর জানা গিয়েছে, দেশের চার ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের এনসিএল। তবে এর আগে এই আসরের সংশ্লিষ্ট সকলকে আনা হবে করোনাভাইরাসের টিকার আওতায়। যে কারণে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ দুই-তিন আগ-পিছ হতে পারে।



promotional_ad

আসন্ন এনসিএল দিয়েই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি সারতে চান মুমিনুল হক। ক্রিকফ্রেঞ্জিকে টেস্ট অধিনায়ক জানিয়েছেন, অন্তত দুই রাউন্ড খেলেই শ্রীলঙ্কার বিমানে উঠবেন তিনি। মুমিনুল বলেন, শ্রীলঙ্কায় যাওয়ার আগে জাতীয় লিগ খেলব। আশা করছি দুই রাউন্ডের মত খেলতে পারব।'


২০১৯ সালের জাতীয় লিগে ৩ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল মুমিনুলের। তবে ৫ ইনিংসে কোনো ফিফটি ছাড়া মাত্র ৯৩ রান করেছিলেন এই ব্যাটসম্যান। এর আগের মৌসুমে ৪ ম্যাচ এক সেঞ্চুরির সাহায্যে করেছিলেন ২৮২ রান। আর ২০১৭ মৌসুমে মাত্র এক ম্যাচে করেছিলেন ২৯ রান।


এদিকে নিউজিল্যান্ড থেকে ফিরে এনসিএলের এক রাউন্ডে খেলার সুযোগ থাকবে জাতীয় দলের ক্রিকেটারদের। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, তাদের খেলার বিষয়টি এখনও নিশ্চিত নয়।



ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'আসলে এটা এখনও বলা যাচ্ছে না কারণ কবে নাগাদ ওরা ফিরবে তা তো বলা যাচ্ছে না। ওদের বিশ্রামেরও একটা ব্যাপার আছে। তবে যদি সুযোগ থা???ে এক রাউন্ড খেলতে পারে কিন্তু এখনও সেটা নিশ্চিত নয়।'


শ্রীলঙ্কার মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজ শেষে আবার ওয়ানডে সিরিজ খেলতে ২০ মে বাংলাদেশে আসবে লঙ্কানরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball