promotional_ad

বাংলাদেশে ম্যাচ চলাকালীন করোনা পজিটিভ আইরিশ ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছিল আয়ারল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলের আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ। কিন্তু ম্যাচ চলাকালীনই খবর এলো করোনা পজিটিভ হয়েছেন আইরিশ ক্রিকেটার রুহান প্রিটোরিয়াস।


এর পরপরই ম্যাচটিই পরিত্যক্ত ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে সরিয়ে নেয়া হয় রুহানকে। পিপিই পরিয়ে সতীর্থদের থেকে দূরে বসিয়ে রাখা হয় এই ক্রিকেটারকে। এর আগে ৪ ওভার বোলিং করে এক উইকেটও নিয়েছিলেন তিনি। 



promotional_ad

এর আগে গত পরশু দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছিল। আজ খেলা শুরু হয়ে যাওয়ার পর সেই পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়। সেখানে দুর্ভাগ্যবশত পজিটিভ আসেন রুহান। 


এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেন। তবে দলের সঙ্গে সেখানে না থাকায় পুরোপুরি স্পষ্ট ধারণা দিতে পারেননি।


টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ইনিংসের ৩০তম ওভারে আসে দুঃসংবাদটি। এ সময় বাংলাদেশ ইমার্জিং দল ৪ উইকেটে স্কোরবোর্ডে তুলেছিল ১২২ রান। এই সময় গত পরশুদিন করা করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়।



জানা গেলে রবিবার দ্বিতীয় ওয়ানডের আগে আবারও করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের। এর আগ পর্যন্ত আইসোলেশনে থাকবেন রুহান। দ্বিতীয় করোনা পরীক্ষার ফলাফলের ওপরেই নির্ভর করবে চলমান সিরিজের ভাগ্য।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball