মিরপুরে রাজস্থান রয়্যালসের কর্মকর্তারা

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটবিশ্বকে আইপিএল বর্জন করতে বলছেন ইনজামাম
২ মার্চ ২৫
মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম পরিদর্শন করতে বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালস।
এদিন ঢাকায় পৌঁছে রাজস্থানের কর্মকর্তারা মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেছেন। এ সময় তারা মাঠ এবং স্টেডিয়ামের অনুশীলন সুবিধাদি ঘুরে দেখেছেন তারা।

রাজস্থানের পরিদর্শক দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারাও। তবে তারা কেন এই সফর করছেন এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
শুধু রাজস্থানই নয়। এর আগে কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারাও একবার ঘুরে গিয়েছিলেন মিরপুর স্টেডিয়াম। তবে এখানে তারা অনুশীলন ক্যাম্প করার সিদ্ধান্ত থেকে সরে এসেছিল।
করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে আইপিএলের গত আসর অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাতে। তবে এবারের আসর ঘরের মাঠে আয়োজনের ব্যাপারে আশাবাদী ভারত।
আইপিএলের ভেন্যু হিসেবে বিবেচনায় আছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা, আহমেদাবাদ এবং দিল্লী। যদিও এবারের আসরের কোনো ম্যাচ হচ্ছে না মুম্বাইতে।
একাধিক ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও ধারণা করা হচ্ছে, নবনির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নকআউট পর্ব ও ফাইনাল ম্যাচ।