promotional_ad

সাকিব ভাইয়ের জায়গা পূরণ করা কঠিন: মোসাদ্দেক

আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার

৫ মার্চ ২৫
ফাইল ছবি

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারের জায়গা পূরণ করতে প্রায় এক বছর পর দলে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। যদিও একাদশে জায়গা পাওয়াটা খুব বেশি সহজ হবে না।


কারণ তিনি ছাড়াও স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদী। তবে সাকিবের জায়গায় সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান মোসাদ্দেক। সাকিবের জায়গা পূরণ করাটা যে সহজ নয় সেটিও মেনে নিয়েছেন তিনি। নিউজিল্যান্ড সফরের ২০ সদস্যের বাংলাদেশ দলে জায়গা পাওয়ার পর ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছেন এই স্পিন অলরাউন্ডার।



promotional_ad

এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘আসলে সাকিব ভাইয়ের না থাকাটা অনেক বড় একটা ব্যাপার দলের জন্য। সাকিব ভাই থাকলে অনেক সহজ হয়ে যায় দলের জন্যে। সাকিব ভাইয়ের জায়গাটায় খেলা অনেক বেশি অনুপ্রেরণার ব্যাপার। এটা সবসময়ই ভালো লাগার একটা বিষয়। যখন জাতীয় দলের জন্য খেলি এবং ভালো কিছু করার চেষ্টা থাকে, ভালো কিছু করতে পারলে ভালো লাগে।


আরো পড়ুন

হাই স্কোরিং ম্যাচ হওয়ার মতোই উইকেট ছিল: মোসাদ্দেক

৭ জানুয়ারি ২৫
ব্যাট হাতে ১২ রান করেন মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

‘সাকিব ভাই থাকলে তাঁর কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায়, কিভাবে ভালো খেলা যায়। আসলে যেহেতু উনি নাই অবশ্যই অনেক বেশি মিস করব। তাঁর জায়গাটা পূরণ করাটা খুবই কঠিন কিন্তু আমার জায়গা থেকে আমি চেষ্টা করব দলকে ভালো কিছু দেয়ার।’


সর্বশেষ ২০১৯ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর আর দলে দেখা যায়নি তাঁকে। তবে আসন্ন নিউজিল্যান্ড সফরে সাকিবের জায়গায় খেলতে দেখা যেতে পারে মোসাদ্দেককে। দীর্ঘদিন পর দলে ফিরতে পারায় বেশ রোমাঞ্চিত তিনি। সুযোগ পেলে দলের হয়ে ব্যাটে-বলে অবদান রাখতে চান বলে জানিয়েছেন এই স্পিন অলরাউন্ডার।



মোসাদ্দেক বলেন, ‘জাতীয় দলে খেলা আসলে সবসময়ই স্পেশাল একটা ব্যাপার। একটা খেলোয়াড় যখন খেলে সবসময় চায় জাতীয় দলে খেলতে এবং এটা প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য এটা স্পেশাল মুহূর্ত, জাতীয় দলে ফিরে আসা বা খেলা। তো স্বাভাবিকভাবে আমিও অনেক বেশি আশাবাদী যে এই সিরিজটাতে হয়তো ভালো কিছু করব।


তিনি আরও বলেন, ‘স্পিন অলরাউন্ডার হিসেবে আমার কাজ থাকবে দলের প্রয়োজনে যখন যেটা করা দরকার সেটা করার চেষ্টা করব। জানি না কতটুকু সুযোগ আমার জন্য আসবে। যদি সুযোগ আসে আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করব দেশকে ভালো কিছু করে দেয়ার এবং আমার যে জায়গা, আমার যে দায়িত্ব থাকবে সেই দায়িত্বটা ভালোভাবে পালন করার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball