রবিবার স্ক্যান করানো হবে তামিমের
ছবি: বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেস্পন্ডেন্ট ||
জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম
১০ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থদিনের শেষ বিকেলে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। যে কারণে দিনের শেষ সেশনে আর মাঠে নামা হয়নি তাঁর। বাঁহাতি এই ব্যাটসম্যানের ইনজুরি কতটা গুরুতর সেটি নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সেটি জানতে রবিবার (৭ ফেব্রুয়ারি) তামিমের আঙুলের স্ক্যান করানো হবে বলে জানা গেছে। তাতে চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে ফিল্ডিং করতে নাও দেখা যেতে পারে উদ্বোধনী এই ব্যাটসম্যানকে। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ২৯তম ওভারের সময়। মেহেদির হাসান মিরাজের বলে কভার দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন তামিম। মিরাজের করা ওভারের শেষ বলটি কাভারের দিকে ক্যাচের মতো উঠিয়েছিলেন মায়ার্স। হাওয়ায় ভেসে আসা বলটি তালুবন্দী করতে চেষ্টার ঘাটতি ছিল না তামিমের।
তিন ম্যাচে দুই সেঞ্চুরি, দলের জয়ে অবদান রেখে খুশি আবরার
৪ ঘন্টা আগে
কিন্তু বলটি পড়ে তার অনেকটা সামনে। মূলত মায়ার্সের কাভার ড্রাইভ করা বলটি লুফে নিতে গিয়েই ডান হাতের আঙুলে চোট পান তামিম। এরপর ড্রেসিং রুম থেকে চিকিৎসক ছুটে এসে তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। শেষ বিকেলে আর মাঠে দেখা যায়নি বাঁহাতি এই ব্যাটসম্যানকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করলেও সাদা পোশাকের ক্রিকেটে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন তামিম। দুই ইনিংস মিলিয়ে করেছেন মোটে ৯ রান। প্রথম ইনিংসে কেমার রোচের বলে বোল্ড হয়ে ফেরার আগে করেছিলেন মাত্র ৯ রান। আর দ্বিতীয় ইনিংসে রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন শূন্য রানে।
এর আগে কুঁচকির ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় ব্যথা অনুভব করলে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। ম্যাচের চতুর্থদিন পেরিয়ে গেলেও আর মাঠে নামা হয়নি তাঁর। ঢাকা টেস্টে সাকিবকে পাওয়া যাবে কিনা সেটাও নিয়েও শঙ্কা রয়েছে।