আবারও করোনার হানা, সূচিতে পরিবর্তন

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ম্যাচ হেরেও সিরিজ জয়ের বিশ্বাস ছিল আমিরাতের
২২ মে ২৫
আয়ারল্যান্ডর বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে আবারও ধাক্কা খেলো সংযুক্ত আরব আমিরাত। করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমবারের মতো দলে ডাক পাওয়া আলিশান শারাফু। ফলে চার ম্যাচের ওয়ানডে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে তাঁরা।
রবিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। করোনা পজিটিভ আসা শারাফু ইতোমধ্যে আইসোলেশনে আছেন। তাঁর বিকল্প হিসেবে কাউকে নেয়া হবে কিনা তা নিশ্চিত করেনি দেশটির ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে ইসিবি বলে, ‘স্বাগতিক স্কোয়াডে আবারো কোভিড পজিটিভ আসায় আমিরাত ক্রিকেট বোর্ডের পরামর্শে আমরা সবচেয়ে নিরাপদ পন্থা অবলম্বন করছি। আর দ্বিতীয় ম্যাচের সূচির পুনঃনির্ধারিত দিনে খেলতে সম্মত হয়েছি। আশা করি ১৬ জানুয়ারি সবকিছু ভালো থাকবে।’
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২২ মে ২৫
এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন দলটির আরও দুই ক্রিকেটার। যার মধ্যে আছেন সহঅধিনায়ক চিরাগ সূরি ও আরেকজন বাঁহাতি স্পিনার আরিয়ান লাকরা। ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে মাঠে ফিরছিলেন সূরি। আর ১৭ সদস্যের স্কোয়াডে নতুন মুখ ছিলেন লাকরা।
প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন সূচি অনুযায়ী সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে ১২ জানুয়ারি। সিরিজের তৃতীয় ও চতুর্থ ওয়ানডে যথাক্রমে হবে ১৪ ও ১৬ জানুয়ারি।
চলতি সিরিজ সিরিজ শেষ করে সেখানেই থেকে যাবে আইরিশরা। কারণ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে তাদের। এই সিরিজ শেষে দেশে ফিরবে অ্যান্ডি বালবির্নির দল।