ইংল্যান্ডের গোপন সংকেত পছন্দ হয়নি গাভাস্কারের

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অ্যাশেজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড

৯ ঘন্টা আগে
ইংল্যান্ড দল, ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন ইংল্যান্ড দলকে গোপন বার্তা পাঠিয়েছিলেন দলটির বিশ্লেষক নাথান লেমন। এমন ঘটনা চোখে পড়ার পরই শুরু হয় সমালোচনা। শুধু তাই নয়, সেই সঙ্গে এই কাজের নৈতিকতা নিয়েও উঠেছে প্রশ্ন। ইংল্যান???ডের এমন কাজে সন্তুষ্ট হতে পারেননি ভারতের সাবেক এই ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।


ইংল্যান্ডের ফিল্ডিং এর সময়ে দেখা গেছে ড্রেসিংরুমের সামনে সংখ্যা ও ইংরেজি আদ্যাক্ষর লিখা বোর্ড ঝুলছে। বোর্ডটি ঝুলিয়েছেন দলটির বিশ্লেষক লেমন। গুঞ্জন উঠেছে যে, সেই ম্যাচে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান  অধিনায়ক ফিল্ডিং পরিবর্তনসহ বোলার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এই সঙ্কেত দেখে নিয়েছেন। যে কারণে বেশ সুবিধাও পেয়েছে ইংল্যান্ড।


promotional_ad

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে ইংলিশরা। যদিও দলটির ক্রিকেটাররা জানিয়েছেন, এমন কাজ করার আগে তারা ম্যাচ রেফারির অনুমতি নিয়েছিলেন। তারপরও মরগানদের এমন কাজে মুগ্ধ হতে পারেননি গাভাস্কার।


আরো পড়ুন

বাংলাদেশকে সম্মান করি, ওরা টি-টোয়েন্টির নতুন ধাঁচে মানিয়ে নিয়েছে: ডেসকাট

৯ ঘন্টা আগে
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড শোতে এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘সত্যি বলতে অধিনায়ক হিসেবে আমি এই জিনিসটা করতে চাই না। আমি যদি তখন অধিনায়ক থাকতাম, তাহলে আমি বলতাম যে, দেখুন আপনি যদি ফিল্ডিং কিংবা বোলিংয়ের পরিবর্তন নিয়ে কোনো বার্তা পাঠাতে চান তাহলে দ্বাদশ ক্রিকেটার দিয়ে এক বোতল পানি বা অন্য কিছু দিয়ে মাঠে পাঠান।’


মরগান ম্যাচ রেফারির কাছে অনুমতি পেলেও ম্যাচ রেফারি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুমতি নিয়েছেন কি-না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানতে চাই, ম্যাচ রেফারি আইসিসির কাছে থেকে বিষয়টি নিশ্চিত করেছে কিনা? তারা কি আইসিসিকে জিজ্ঞাসা করেছিল? আইসিসির ক্রিকেট কমিটি কি এটি অনুমোদন করেছে? এই সম্পর্কে আমরা এখনও জানি না। এটি প্রথমবারের মতো ঘটছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball