করোনা আতঙ্কে স্থগিত ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডে

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টসের মাত্র এক ঘণ্টা আগে স্থগিত করা হলো ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ার কারণে স্থগিত করা হয়েছে ম্যাচটি।


বৃহস্পতিবার করানো সর্বশেষ পরীক্ষায় দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার করোনা পজিটিভ আসায় নিরাপত্তার খাতিরে সতর্কতা বশত স্থগিত করা হয় ম্যাচটি। শুক্রবার সকল খেলোয়াড়দের আরেক দফায় করোনা পরীক্ষা করানো হবে, যাতে করে নিরাপদেই রবিবার সিরিজটি শুরু করা যায়।


promotional_ad

এক আনুষ্ঠানিক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে, 'ওয়ানডের আগে ক্রিকেটারদের বৃহস্পতিবার করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেখানে একজন ক্রিকেটারের পজিটিভ আসে'


'উভয় দল, দলের কর্মকর্তা এবং ম্যাচের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তার খাতিরে দুই বোর্ড মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি রবিবার পর্যন্ত সিরিজটি স্থগিত রাখার।'


ম্যাচে অংশ নিতে টিম হোটেল থেকে রওয়ানা দিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু খবর শুনে তৎক্ষণাৎ হোটেলে ফিরে যান তারা।


ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এবং ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)আশা করছে রবিবার স্থগিত হওয়া প্রথম ওয়ানডেটি দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। এরপর সোমবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি। আর তৃতীয় এবং শেষ ওয়ানডেটি হওয়ার কথা রয়েছে বুধবার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball