promotional_ad

সাধারণ ক্রিকেট খেলেই সফল লিটন

তানভীন তামিম/ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরু থেকেই রানের পসরা সাজিয়ে বসেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ওপেনার লিটন দাস। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সংগ্রহ করেছেন মোট ২০০ রান। যার সুবাদে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি।


টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে করেছিলেন ৩৩ বলে ৩৪ রান। দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে খেলেছিলেন ৪৬ বলে অপরাজিত ৫৩ রানের এক ইনিংস।


এরপর ফরচুন বরিশালের বিপক্ষে খেলেন দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রানের ইনিংস। সর্বশেষ বুধবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৩ বলে অপরাজিত ৭৮ রানের এক দুর্দান্ত ইনিংস।



promotional_ad

অথচ এই লিটনই বিসিবি প্রেসিডেন্টস কাপে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছিলেন। সেই টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন মাত্র ১১১ রান। যার ফলে সমালোচনার ঝড় উঠেছিল ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে।


কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে ক্রিকেটের শর্টার ফরম্যাটে এসে ব্যাট হাতে দিচ্ছেন সকল সমালোচনার জবাব। চেনাচ্ছেন নিজের জাতকে। স্বভাবতই প্রশ্ন জাগতে পারে, কিভাবে এক মাসের ব্যবধানে বদলে গেলেন লিটন? উত্তরটা দিলেন তিনি নিজেই।


জানিয়েছেন নিজের ক্রিকেট খেলার ধরণ বদলে দেয়াতেই বদলে গেছেন তিনি। বুধবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিওক্ষে ম্যাচ শেষে এমনটাই জানান লিটন।


লিটন বলেন, 'শেষ তিনটা ম্যাচ মোটামুটি ভালো ব্যাটিং করেছি আমি। আমি আসলে আমার ক্রিকেটটা অনেক চেঞ্জ করেছি। তো আমার মনে হয় এটা আমার সম্পূর্ণ মাইন্ড সেট আপ। যেহেতু শিশিরের জন্য বল ব্যাটে ভালো আসছিলো, তো আমি চেষ্টা করেছি আমার শট গুলো খেলার ব্যালেন্স রেখে।'



বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন টুর্নামেন্টের বাকি ব্যাটসম্যানদের মতো না খেলে নিজের বেসিক খেলা খেলেছেন বলেই সফলতা পাচ্ছেন। এ প্রসঙ্গে লিটন বলেন, 'আমার কাছে মনে হয় যে পুরো টুর্নামেন্টটা আপনি যদি দেখেন, পাওয়ার প্লেতে রান কম হচ্ছে এবং আর্লি উইকেট যাচ্ছে।'


'আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে, হয়তো ব্যাটসম্যানরা একটু জোড়াজুড়ি বেশি করছে। যেটা আমি আপাতত এই টুর্নামেন্টে এখন পর্যন্ত করি নি। আমার বেসিক ... ছিলাম, বল দেখবো, বল খেলবো। অতিরিক্ত কোনো চার্জ নেব না। আমার মনে হয় এই জিনিসটা আমার জন্য ভালো ফল দিচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball