promotional_ad

জয়ের কৃতিত্ব বোলারদের দিলেন তামিম

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের খুব কাছে এসেও পরাজয় বরণ করে নিতে হয়েছিল ফরচুন বরিশালকে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে তারা। দলটির অধিনায়ক তামিম ইকবাল অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে দলটিকে এই বড় জয় এনে দিয়েছেন।


নিজে দুর্দান্ত ব্যাটিং করলেও এই জয়ের কৃতিত্ব বোলারদের দিয়েছেন তামিম। ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়েছেন বোলাররাই। কামরুল ইসলাম রাব্বি ৪ উইকেট এবং মেহেদী হাসান মিরাজের ২ উইকেটের সঙ্গে তাসকিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজশাহী স্কোর বোর্ডে ১৩২ রানের বেশি তুলতে পারেনি।



promotional_ad

তাই জয়ের পুরো কৃতিত্বটাই বোলার দিচ্ছেন বরিশালের অধিনায়ক তামিম। একই সঙ্গে রাজশাহীর বোলার মেহেদি হাসানের এক ওভারে তরুণ তুর্কী পারভেজ হাসান ইমনের অসাধারণ ব্যাটিংটাকেই ম্যাচের টার্নিং পয়েন্ট মানছেন তিনি।


ম্যাচ শেষে বরিশাল অধিনায়ক বলেছেন, 'প্রথম ম্যাচে হারার পর এই জয়টা আমাদের দরকার ছিল। যদিও এটা আমাদের জন্য বেশ কঠিন ছিল। আমি মনে করি বোলাররাই মূলত কাজটা করে দিয়েছে। উইকেট দুই ক্ষেত্রেই ভালো ছিল। আমি মনে করেছিলাম এই উইকেটে সম্ভবত ১৫০ চেজ করার মত স্কোর কিন্তু সৌভাগ্যবশত আমরা তাদের ১৩০ রানে আটকে রাখতে পেরেছিলাম।'


'আমি মনে করি ইমন যখন মেহেদিকে মোকাবেলা করছিল করেছিল ঐ এক ওভারই খেলাটাকে বদলে দিয়েছে। কারন আমাদের বেশ কিছু রান প্রয়োজন ছিল। আমরা ভালো শুরু করতে পারিনি। তারপর যখন বলে বলে রান লাগছিল আমি শুধু ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছি তারপরই বাউন্ডারিগুলো এসেছিল। '



পিএসএলে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি দেশসেরা ওপেনার। এমনকি প্রথম ম্যাচেও তার ব্যাট চওড়া হতে চেয়েও পারেনি। এই ম্যাচে ৬১ বলে ৭৭ রানের অধিনায়কচিত ব্যাটিং করে তাই দলের জয়েও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দ্বিতীয় ম্যাচের এই ফর্মটাকেই পুরো টুর্নামেন্ট জুড়ে অব্যাহত রাখতে তাই বেশ আশাবাদী বরিশালের এই অধিনায়ক।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'যতটা সম্ভব আমি ক্রিকেটিং শটস খেলতে চাই যতটা। আপনি জানেন আমি পিএসএলে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারিনি। আজকে অপরাজিত থাকতে পেরে খুব খুশি আমি। আশা করি পুরো টুর্নামেন্ট জুড়ে এই ফর্ম অব্যাহত রাখব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball