promotional_ad

সাকিবের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন খুলনার কোচ

promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফট থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জেমকন খুলনা। তারা নিজেদের প্রথম ডাকেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে। এই অলরাউন্ডার এক কথায় বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তাই তাকে ঘিরেই দলটি নিজেদের রণকৌশল সাজিয়েছে।


যদিও টি-টোয়েন্টি কাপের শুরুর দুই ম্যাচে জ্বলে উঠতে পারেননি ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা এই অলরাউন্ডার। ফরচুন বরিশাল এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে দুই ম্যাচেই ব্যাটে বলে ব্যর্থ হয়েছেন সাকিব।


প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে তিনি করেছিলেন ১৩ বলে ১৫ রান। এদিন বল হাতে তিন ওভার করে ১৮ রানের খরচায় ঝুলিতে পুরেছিলেন ১ উইকেট।


দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছে ৯ বলে ১২ রান। বল হাতে ৪ ওভারে ২৭ রান দিলেও পাননি কোনো উইকেট।



promotional_ad

সাকিবের এমন পারফরম্যান্স নিয়ে তাই সন্তুষ্ট নন জেমকন খুলনার প্রধান কোচ মিজানুর রহমান। যদিও তার বিশ্বাস আগামী ম্যাচ থেকেই ব্যাটে-বলে ছন্দে ফিরবেন এই অলরাউন্ডার।


মিজানুর বলেন, 'সাকিব আল হাসান দেশের অন্যতম সেরা ক্রিকেটার। (তাঁর পারফরম্যান্স নিয়ে) সন্তুষ্ট হওয়ার কথা না। কিন্তু সাকিব আল হাসান অবশ্যই ফিরে আসবে। দুইটা ম্যাচ মাত্র গেলো। অনেক দিন ও খেলার মধ্যে ছিল না। আমার মনে হয় আর বেশি সময় নিবে। পরের ম্যাচ থেকেই সাকিবের রূপ দেখতে পারবো আশা করি।'


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে খাদের কিনারায় গিয়ে শেষ ওভার ৪ উইকেটের জয় পেয়েছে খুলনা। দ্বিতীয় ম্যাচে তারা মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। এমন হারের পর তাই সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।


সাকিব ছাড়াও দলটিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলটির নেতৃত্ব ভারও তার কাধে। সাকিবের মতো তিনিও ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স করতে ব্যর্থ। দলটির কোচ মনে করেন দলের অভিজ্ঞ ক্রিকেটাররা ছন্দে ফিরলেই জয়ের ধারায় ফিরবে খুলনা।


খুলনার কোচ আরও বলেন, 'শুধু রিয়াদ বা সাকিব না কিন্তু। ইমরুল কায়েসের নামের পেছনেও অনেকগুলো ওয়ানডে,টি-টোয়েন্টি আছে, বিজয় অনেক অভিজ্ঞ। জাতীয় দলে খেলতেছে অনেক দিন। আপনি যদি নিচে যান, আরিফ অনেক অভিজ্ঞ। বাংলাদেশে হয়তো টি-টোয়েন্টি ওই রকম খেলে নাই। তবে ন্যাশনাল টিমে ছিল। শামীম পাটোয়ারি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে এসেছে। সে তার স্কিল শো করেছে।'



'টিমের কম্বিনেশন যদি চিন্তা করেন। অনভিজ্ঞ না, দুই তিনজন অভিজ্ঞ অন্যরা তেমন না। বোলিং সাইড, সবচেয়ে বেশি অভিজ্ঞ। এই দলের বোলাররা। কিন্তু স্কিলটা দেখাতে পারছে না। প্রথম দুইটা ম্যাচ গেছে। আশা করি সামনের ম্যাচগুলোতে সবাই সবার স্কিল শো করবে।'


শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে বেলা দেড়টায় শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে জেমকন খুলনা। সেই ম্যাচকে সামনে রেখেই শুক্রবার সকালে অনুশীলন সেরেছে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball