অষ্ট্রেলিয়া সিরিজের জন্য মুখিয়ে আছেন গিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের ভবিষ্যত তারকা ব্যাটসম্যান হিসেবে ধরা হচ্ছে শুভমান গিলকে। আসন্ন অষ্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত দলের টেস্ট ও ওয়ানডে উভয় স্কোয়াডেই জায়গা পেয়েছেন তিনি। সেই সিরিজের জন্য তাই বেশ মুখিয়ে আছেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।


আগামী শুক্রবার (২৭ নভেম্বর) প্রথম ওয়ানডের মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে বহুল প্রতিক্ষিত এই সিরিজ। নিয়মিত ওপেনার ও ভারতের সহ অধিনায়ক আইপিএল খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পরেন। তাকে বাদ দিয়েই ভারতের স্কোয়াড ঘোষণা করা হয়।


promotional_ad

তাই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার প্রথম ওয়ানডেতে শিখর ধাওয়ানের সঙ্গী হিসেবে ওপেন করতে নামবেন গিল। যেটা কিনা তাঁর জন্য হতে যাচ্ছে নিজেকে প্রমাণের সুযোগ। এজন্য এই সিরিজটি নিয়ে মুখিয়ে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এমনকি বেশ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি।


তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের একটি ভিডিও বার্তায় গিল বলেন, 'আমি অষ্ট্রেলিয়া সিরিজের জন্য মুখিয়ে আছি কারন সেখানে এটা আমার প্রথম সফর। সেই ছোট বেলা থেকেই আমি ভারত বনাম অষ্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দেখে বড় হয়েছি। আমি সত্যিই খুব উত্তেজিত।'


এ বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে গিলের। এখন পর্যন্ত ২টি ওয়ানডে খেললেও টেস্টে অভিষেক ঘটেনি তাঁর। তাই অষ্ট্রেলিয়ার বিপক্ষে নিজের কোন লক্ষ দাড় করাতে চান না তিনি। বরং সিরিজটি বেশ উপভোগ করতে চান। এজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও জানান এই তরুণ ক্রিকেটার।


এ বিষয়ে গিল আরো বলেন, 'আমার বেশ কয়েকজন বন্ধু এই দলের সঙ্গে সফরে রয়েছে। তাই এটি বেশ মজাদার ও উপভোগ্য সিরিজ হতে চলেছে। কিন্তু অনুশীলন শুরু হলে এখানে অন্যরকম একটি পরিবেশের সৃষ্টি হয়। সত্যি বলতে আমি এখনো নিজের কোন লক্ষ ঠিক করেনি। কিন্তু আমি এই সফরটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball