promotional_ad

ঢাকাকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন মুশফিক

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৪ সালে জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেন মুশফিকুর রহিম। যদিও পরে বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে অধিনায়কত্ব করতে দেখা গেছে তাঁকে। কিন্তু বোর্ডের অধীনে ঘরোয়া টুর্নামেন্টগুলোয় অধিনায়কত্ব করতে অপরাগতা প্রকাশ করেছিলেন তিনি। এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে আবারো অধিনায়কত্বে ফিরেছেন মুশফিক।


মুশফিকের অধীনেই ২০১২ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠেছিল। মুশফিকের নেতৃত্বতেই ইংল্যান্ড,অষ্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে পরাজিত করতে পেরেছিলেন তাঁরা। আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টটিতে আবারো ঢাকাকে নেতৃত্ব দিতে যাচ্ছেন দে???সেরা এই ব্যাটসম্যান।



promotional_ad

অধিনায়কত্বের সিদ্ধান্তটা ফ্র্যাঞ্চাইজির উপর ছেড়ে দিলেও এই চ্যালেন্জটি নিতে প্রস্তুত তিনি। এমনকি ঢাকাকে পাঁচ দলের মধ্যে এক নম্বর করতেও দূঢ় প্রতিজ্ঞ দলটির অধিনায়ক। দলের সবাই তাদের সেরাটা উজার করে দিলে ঢাকাকে চ্যাম্পিয়ন করাটাও অসম্ভব কিছু না বলেও জানিয়েছেন তিনি।


এ বিষয়ে মুশফিক বলেন, 'অধিনায়কত্বের ব্যাপারটা অনেক সময় নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিরা কী চায়। প্রেসিডেন্টস কাপ বা অন্যান্য সময় বোর্ডের অধীনে কিছু প্লেয়ার আছে তাদের সুযোগ দিলে ভবিষ্যতে ভালো হতে পারে। এখন তারা মনে করেছে যে আমি হয়তো সঠিক ব্যক্তি যে গাইড করতে পারে। এটাও একটা চ্যালেঞ্জ ক্যাপ্টেন হিসেবে নাম্বার ওয়ান করা। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জ নেয়ার জন্য আমি প্রস্তুত। আমার টিমে যারা আছে তারা যদি সার্পোটটা করে, এটা অসম্ভব না।'


এই প্রথমবার শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে ফ্রঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এজন্য বেশ রোমাঞ্চিত মুশফিক। টুর্নামেন্টের শুরু থেকেই তাই ভালো খেলতে আশাবাদী তিনি। এমনকি এটাকে টুর্নামেন্টের শেষ পর্যন্ত ধরে রাখতেও প্রত্যয়ী এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।



এ বিষয়ে মুশফিক আরো বলেন, 'আমরা তো সবাই চাই খুব ভালো একটা টুর্নামেন্ট হবে। এই বছরই প্রথম লোকাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। খুবই রোমাঞ্চিত। আশা করছি বেক্সিমকো ঢাকার হয়ে যাতে খুব ভালো একটা শুরু করতে পারি এবং সেটা যেন শেষ করতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball