promotional_ad

টি-টোয়েন্টি কাপে শেরে বাংলাতেই আইসোলেশন সেন্টার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। করোনার প্রাদুর্ভাবের মাঝে ৫ দলের এই টুর্নামেন্টকে সফলভাবে আয়োজন করতে সব ধরণের প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে ২০ সেপ্টেম্বর করোনা পরীক্ষার করা হবে সকল ক্রিকেটারের।


ফলাফল নেগেটিভ আসার পর ২১ নভেম্বর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন পাঁচ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ সহ ম্যাচ অফিসিয়ালসরা। মোট ২৫০-২৫০ জনের করোনা পরীক্ষা করা হবে। যেটাকে ভাগ করা হয়েছে এ, বি এবং সি ৩টি ভাগে। 



promotional_ad

খেলোয়াড় এবং ব্রডকাস্টারদের থাকার জন্য রাখা হয়েছে আলাদা হোটেল। এছাড়া মিরপুরের একাডেমি ভবনের একতলাকে করা হয়েছে আইসোলেশন সেন্টার। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


দেবাশীষ বলেন, 'করোনা পরীক্ষা হবে ২০ নভেম্বর। খেলোয়াড় এবং ব্রডকাস্টাররা থাকবেন ভিন্ন হোটেলে। এছাড়া একাডেমির একতালাকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে। কেউ পজিটিভ আসলেই তাকে তৎক্ষণাৎ সেখানে পাঠানো হবে। দ্বিতীয় তলাটি আমরা অন্যকাজে ব্যবহার করব। আমরা এটাকে ৩টা ভাগ করেছি। গ্রুপ ১,২,৩ অথবা এ,বি,সি। এ তে খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালরা এবং যারা এদের খুব কাছে যাবেন তারা।' 


'ক্লিনার বা কেটারিংয়ের দুই একজন। বি'তে ব্রডকাস্টার এবং ধারাভাষ্যকারদের একটা গ্রুপ করে ফেলা হবে। এমনকি ডাক্তারকে আমরা এই গ্রুপে রাখব। তবে প্রয়োজনে ডাক্তার গ্রুপ এ'র অংশ হবেন। সি তে ক্লিনার গ্রাউন্ডম্যান বা ড্রাইভার। ওদের সঙ্গেও একজন ডাক্তার থাকবেন। তবে এক গ্রুপের সঙ্গে অন্নগ্রুপ সংস্পর্শে আসবে না। ওরা প্রক্রিয়াটা ২০ তারিখ হোটেলে উঠবে। এদিন থেকেই শুরু হবে' আরও যোগ করেন তিনি।



২৪ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে ১৮ ডিসেম্বর। একদিনে থাকছে দুটি করে ম্যাচ এবং পরের দিন বিরতি। ৫ দলীয় টুর্নামেন্টের তিন দলের ওয়ানডে সিরিজ সফলভাবেই আয়োজন করেছিল বিসিবি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball