promotional_ad

সাকিবের বাসায়ও নিরাপত্তা জোরদার

ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন তালুকদার নামে এক যুবক। এর জের ধরে মঙ্গলবার সেই যুবককে গ্রেফতার করে র‍্যাব। 


এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাকিবের নিরাপত্তার কথা চিন্তা করে একজন নিরাপত্তাকর্মীকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সঙ্গে তার বনানী বাসভবনের নিরাপত্তাও জোরদার করা  হয়েছে।ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি নুরে আযম। তিনি বলেন, 'তার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে।'



promotional_ad

কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে সাকিবের উপস্থিতির কারণে সোমবার দিবাগত রাত ১২টার পর মাথায় টুপি পরে ফেসবুক লাইভে সিলেটের আঞ্চলিক ভাষায় সাকিবকে অকথ্য ভাষায় গালাগালি করার পাশাপাশি হত্যার হুমকি দেন মোহসিন।


তিনি সেখানে বলেছিলেন, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’


যদিও ওই ভিডিওর পর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভে হাজির হয়ে উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে ওই যুবক। তবে সে সময় তিনি সাকিবকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এরপরই সাকিব নিজের ইউটিউব চ্যানেলে এসে ক্ষমা চেয়েছিলেন।



এদিকে বুধবার একজন নিরাপত্তাকর্মী সঙ্গে নিয়েই মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন সাকিব। সাবেক এই আর্মি (মোহাম্মদ মোতালেব) আফিসার সার্বক্ষণিক তার সঙ্গেই থাকবেন। টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের আগ পর্যন্ত সাবেক এই অধিনায়ককে বাসা থেকে নিয়ে এবং দিয়ে আসার সময়েও থাকবেন এই নিরাপত্তাকর্মী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball