promotional_ad

বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বুধবার দুপুরে হুট করেই দেখা যায় বেক্সিমকো ঢাকার জার্সি গায়ে মুশফিকুর রহিমকে। এরপরই জল্পনা-কল্পনা শুরু হয় তবে কি ঢাকার অধিনায়ক হচ্ছেন মুশফিক। অবশেষে সেটাই সত্যি হলো।


বেক্সিমকো ঢাকার অধিনায়ক হিসেবে মুশফিকের কাঁধেই দায়িত্ব দেয়া হয়েছে। ক্রিকফ্রেঞ্জিকে দলটির বিশ্বস্ত একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছে। প্লেয়ার্স ড্রাফট থেকে প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিককেই দলে ভিড়িয়েছিল ঢাকা। দলটিকে উইকেটরক্ষক আছেন আরও একজন।



promotional_ad

মুশফিক বেশ কিছুদিন ধরেই অধিনায়কত্বে অনীহা প্রকাশ করছিলেন। এর ফলে তাঁর অধিনায়ক হওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ক্রিকেটার হিসেবে তাকে দলে ভিড়িয়েছিল ঢাকা।


দলটিতে মুশফিক ছাড়াও উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন আকবর আলী। যুব দলের ওপেনার তানজিদ হাসান তামিমের ঠিকানাও হয়েছে একই দলে। দলটিতে আছেন আরেক তরুণ ওপেনার নাঈম শেখ।


ইতোমধ্যে নিজেদের প্রমান করা ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমানরাও ব্যাট হাতে ভরসা হবেন ঢাকার।  অনুর্ধ্ব-১৯ কিছু দুর্দান্ত ইনিংস খেলা পিনাক ঘোষ, মাঝে যেন চলে গিয়েছিলেন প্রাতপ্রদীপের আলোর বাইরে। ঢাকায় আছেন তিনিও। 



বোলিংয়ে ঢাকার জন্য মূল ভরসার নাম রুবেল হোসেন। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলছেন, অংশ নিয়েছেন বিশ্বকাপেও। অভিজ্ঞ এই বোলারের দিকে তাই ড্রাফটের শুরুর দিকেই ঝুঁকেছে ঢাকা। এছাড়া আবু হায়দার রনি, মেহেদি হাসান রানার মতো পেসাররাও খেলবেন দলটির হয়ে।


বেক্সিমকো ঢাকার স্কোয়াড : মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ এবং রবিউল ইসলাম রবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball