promotional_ad

তামিমকে বড় ম্যাচের খেলোয়াড় মানেন না আমির সোহেল

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিং স্তম্ভের মধ্যে একজন তামিম ইকবাল। তার ব্যাটের ছোঁয়াতে কত কত ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল কিনা তামিমকে বড় ম্যাচের খেলোয়াড় মানতে নারাজ! তিনি নাকি ফাইনালে বড় রানই সংগ্রহ করতে পারেন না!


তামিম বিপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০১৮-১৯ বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব করে দলটিকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ঐ আসরের ফাইনালে তার ১৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে পরাজিত করতে পেরেছিল কুমিল্লা। এমনকি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বেশ সফল এই বাঁহাতি ড্যাশিং ওপেনার। ২০১৬ সালে পেশওয়ার জালমির হয়ে ৬ ম্যাচে মোট ২৬৮ রান সংগ্রহ করেছিলেন তিনি। 



promotional_ad

 এবার করোনার কারনে স্থগিত হওয়া পিএসএলের প্লে-অফ ম্যাচের জন্য লাহোর কালান্দার্সে ডাক পান এই মারকুটে ব্যাটসম্যান। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাত্র ১৮ রান করলেও দ্বিতীয় এ্যালিমিনেটর ম্যাচে ২০ বলে ৩০ রান করেছিলেন তিনি। যা লাহোরের পক্ষে ফাইনালে ভালো শুরু এনে দেয়ার ইঙ্গিত বহন করছিল। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার সোহেল কিনা ঐ ম্যাচের জন্য পাত্তাই দিচ্ছেন না তামিমকে! 


পিএসএলের ফাইনাল ম্যাচের আগে ক্রিকইন গিফ নামের একটি ইউটিউব চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে এসেছিলেন তিনি। ফাইনালের ঐ ম্যাচটির জ??্য লাহোর ও করাচি কিংস দুই দলের হয়ে আলো ছড়াতে পারেন এমন ১১ জনকে বেছে নিতে বলা হয় তাঁকে। যেখানে তামিমের পরিবর্তে তিনি বেছে নেন ইংল্যান্ডের এ্যালেক্স হেলস ও পাকিস্তানের বাঁহাতি ওপেনার সারজিল খানকে।


ঐ অনুষ্ঠানে থাকা একজন ক্রিকেট সমর্থক তাকে প্রশ্ন করে বসেন তামিমের মত একজন ওপেনারকে আপনি কেন বেছে নিলেন না? যেখানে সারজিল খানের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়।



জবাবে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, 'সে তো বড় ম্যাচে রানই করতে পারে না। আগের বছর গুলোয় ফাইনালে তার পরিসংখ্যান দেখেন, তার তো সেখানে রানই নেই! তবে তাকে আপনি সুযোগ দিতে পারেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball