সাইফউদ্দিনের বিপক্ষে ৭ রান নিতে পারেননি সাকিব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসান এবং সাইফউদ্দিনের মধ্যকার চ্যালেঞ্জটি হওয়ার কথা ছিল সোমবার। তবে নির্ধারিত দিনে এই চ্যালেঞ্জটি খেলেননি তারা। সম্প্রতি এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব এই চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে আরেকটু সময় চেয়েছেন।
২ ওভারে ২২ রানের চ্যালেঞ্জটি না খেললেও মোহাম্মদ সালাউদ্দিনকে আম্পায়ার রেখে আরেকটি ছোট চ্যালেঞ্জে মেতেছিলেন দুজন। যেখানে জয় পেয়েছেন সাইফউদ্দিন। মিরপুরে ইন্ডোর মাঠে উদযাপন করতেও দেখা গেছে এই পেস বোলিং অলরাউন্ডারকে।
অনুশীলন চলাকালীন সাকিবকে নেটে বোলিং করছিলেন সাইফউদ্দিন, ইয়াসিন আরাফাত মিশু। সে সময় সাকিবকে ৪ বলে ৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে, সাইফউদ্দিনের বিপক্ষে মাত্র ২ রান নিতে সক্ষম হন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে সাইফউদ্দিন বলেন, 'আজকে আমরা ম্যাচটা খেলিনি। সাকিব ভাই আরও কয়েকদিন সময় চেয়েছেন নিজেকে প্রস্তুত করার জন্য। তবে অনুশীলনের মাঝে সালাউদ্দিন ভাইকে আম্পায়ার রেখেই উনাকে ৪ বলে ৭ রানের একটা টার্গেট দিয়েছিলাম। সেখানে আমি জিতেছি। এই জন্যই উদযাপন করছিলাম। সাকিব ভাই মাত্র ২ নিয়েছেন। সামনে এক সময় ম্যাচটা খেলব।'
সোমবার অবশ্য ২ ওভারে ২২ রানের চ্যালেঞ্জটি না খেললেও মিরপুরের সেন্ট্রাল উইকেটে বোলিং ম্যাশিনে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। বাউন্ডারি টেনে লং অফ-লং অন অঞ্চলে সীমানা পার করার চেষ্টা করছিলেন তিনি।
বেশ কয়েকবার বল ব্যাটের কানায় লেগে পেছনে চলে গেলেও বোলিং ম্যাশিনে রেঞ্জ হিটিং অনুশীলনটা লম্বা সময় ধরেই করেন সাকিব। ৪০ মিনিটের মতো এখানে অনুশীলন শেষে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। এর আগে সকালে ক্যাচিং অনুশীলন করেন সাবেক এই অধিনায়ক।
করোনাকালে দেশে লকডাউন চলাকালীন গত ৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে সাইফউদ্দিন সাকিবকে নেটে ২ ওভারে ২২ রান নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এরই সুবাদে সোমবার চ্যালেঞ্জটি খেলার কথা ছিল দুজনের।
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই সাকিবকে আদর্শ মানেন সাইফউদ্দিন। অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন সাইফউদ্দিনের জার্সি নম্বরও ছিল ৭৫। আন্তর্জাতিক ক্রিকেটে আসার পর যদিও সেটা বদলে গেছে। পঁচাত্তর থেকে বদলে চুয়াত্তর হয়েছে।
তবে জাতীয় দলে জায়গা হবার পর তো আর বড় ভাই সাকিবের পুরনো ৭৫ নম্বরের দাবি করতে পারেন না। তাই ৭৪ নম্বরটাই নিতে হয়েছে এই তরুণ অল-রাউন্ডারকে।