promotional_ad

নিজের বায়োপিকে কোন বাঁহাতি অভিনেতাকে দেখতে চান সাকিব

ছবি- সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শিরোনাম শুনে একটু অবাক হবারই কথা। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তার চরিত্রে কাকে বেশি মানাবে? শাকিব খান, আরেফিন শুভ নাকি সিয়াম আহমেদ? কার সঙ্গেই বা বেশি মিল বাস্তবের সাকিবের? 


নাহ, চেহারার মিল নয়! সাকিবের বায়োপিকে অভিনয় করতে হলে তার মতই বাঁহাতি হতে হবে অভিনেতাকে। আপনি বা আমি নই স্বয়ং সাকিবই চাচ্ছেন! স্রেফ জানিয়ে দিয়েছেন, তাকে নিয়ে বানানো বায়োপিকে অভিনয় করুক বাম হাতে ব্যাট ও বলে সমান পারদর্শী কোন রূপালী পর্দার হিরো!


চাবেনই না বা কেন? এই সাকিব তো আর সাধারণ কোন মানুষ নন। জীবনের কত রঙই না দেখে ফেলেছেন এই মানুষটা। কতবার বিতর্কে হোঁচট খেয়ে আবারো বীরদর্পে ফিরে এসেছেন তিনি। ১৪ বছরের ক্যারিয়ারে বিসিবি ও আইসিসির নিষেধাজ্ঞা পর্যন্ত কাটিয়েছেন। 



promotional_ad

বিশ্বকাপে অতিমানবীয় কিছু উপহার দিয়েছেন এ দেশের মানুষকে। কত হারতে বসা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন একাই। এই সাকিবকে একটা চরিত্রে ফুটিয়ে তোলা কি আসলেই সম্ভব? তাই হয়ত বাকি চরিত্র বাদ দিয়ে তার মতই বাঁহাতে ব্যাট ও বলে ছড়ি ঘোড়ানো কোন অভিনেতাকেই পচ্ছন্দ সাকিবের।


বছরের ১১ তম মাসের ১১তারিখ। অলাইনভিত্তিক কেনাকাটার মাধ্যম 'দারাজ' এর ১১.১১ বিগেস্ট সেল অফারের ফেসবুক লাইভ অনুষ্ঠানে এসেছিলেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা তাকে প্রশ্ন করে বসেন, নিজেকে নিয়ে বানানো বায়োপিকে বাংলাদেশের কোন তারকা অভিনেতাকে দেখতে চান সাকিব।


ব্যাটে বলে কৌশলি সাকিব উত্তরটাও যেন দিলেন বেশ সুকৌশলে। তিনি বললেন, 'যে বাম হাতে ব্যাট করতে পারবে ও বল করতে পারবে। কেননা বায়োপিক করতে হলে তো নূন্যতম বাম হাতে ব্যাট ও বল করতে পারতে হবে।'


কিন্তু নির্দিষ্ট অভিনেতার নাম শুনতে চান উপস্থাপিকা। এবার তাই নিজেই ঠিক করে দিলেন বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয় তিন অভিনেতাকে। শাকিব খান, সিয়াম আহমেদ নাকি আরেফিন শুভ...



সুকৌশলী সাকিব এবার কিছুটা দ্বিধান্বিত হয়ে উত্তর দিলেন, 'এনাদের মধ্যে কি কেউ বাঁহাতে ব্যাট অথবা বল করতে পারেন? আমার ধারণা পারেন না!'


তাই বোঝাই যাচ্ছে সাকিবের বায়োপিকে অভিনয় করতে বেশ বেগ পেতে হবে অভিনেতা এমনকি পরিচালককেও। তবে  তার আগে নিষেধাজ্ঞা থেকে আরো ধারালো হয়ে ফিরে আসুক বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball