promotional_ad

ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে সাকিবকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


করোনা সংকট কাটিয়ে ক্রিকেট মাঠে ফেরাতে প্রথম ধাপে সফল হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রেসিডেন্টস কাপের পর এবার ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। 


১৫ নভেম্বর সম্ভাব্য তারিখ ধরেই এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। তবে এই টুর্নামেন্টে খেলতে হলে ক্রিকেটারদের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে বলে আগেই জানিয়েছি বিসিবি।


জাতীয় দল, হাই পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা ক্যাম্প ও ফিটনেস ট্রেনিংয়ের প্রক্রিয়াতেই আছেন। এর বাইরে যেসব ক্রিকেটার টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফট তালিকায় থাকবেন, তাদের সবাইকে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা দিতে হবে। 



promotional_ad

এমনকি ফিটনেস পরীক্ষা দিতে হবে সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানকেও। বিসিবির নির্বাচক হাবিবুল বাশার ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই ফিটনেস টেস্ট সবার জন্যই প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি।


হাবিবুল বলেন, 'বিপ টেস্ট সাকিবের জন্য ম্যান্ডেটরি, শুধু সাকিবই নয়, জাতীয় দলের বাইরে যারা দীর্ঘদিন ছিলেন বা প্রেসিডেন্ট কাপে ছিলেন না তাদের জন্য এটা নিয়মের অংশ। অবশ্যই ফিটনেস টেস্ট তাদের দিতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য।'


করোনার এই প্রাদুর্ভাবের মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পারছে না বিসিবি। যে কারণে পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্ণামেন্টটিতে বেশ বড় অংকের বাজেট ধরা হয়েছে। প্রতি দলের সম্ভাব্য বাজেট ২ কোটি টাকা।


সেই হিসেবে প্রাইজমানি ছাড়া টুর্নামেন্টের বাজেট ১০ কোটি টাকা। চার ক্যাটাগরীর ক্রিকেটাতে থাকা 'এ' ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১০ লাখ, 'বি' ক্যাটাগরি পাবেন ৮ লাখ, 'সি' ক্যাটাগরির জন্য রাখা হয়েছে ৬ লাখ এবং 'ডি' ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৪ লক্ষ টাকা করে।



এদিকে আসন্ন এই টুর্নামেন্টে থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার। প্রেসিডেন্টস কাপের ফাইনালের দিনই বোর্ড সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছিলেন। তবে প্রতি দলের কোচিংয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় কোচরা। টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট শেষে জানুয়ারীর শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball