promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন রোহিত, তবে...

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসন্ন অস্ট্রেলিয়া সফরের ভারত স্কোয়াডে জায়গা হয়নি রোহিত শর্মার। তবে জানা গেছে এরই মধ্যে কিছুটা সুস্থ হয়ে উঠেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করা এই ওপেনার। 


সেকারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন করে রোহিতকে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এক কর্মকর্তা। তবে এর জন্য তাঁকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে।



promotional_ad

এ বিষয়ে এশিয়ান প্রিমিয়ার নিউজ এজেন্সিকে বোর্ডের সেই কর্মকর্তা বলেন, 'রবিবার রোহিতের  চোট পরীক্ষা করা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তিনি অস্ট্রেলিয়ায় যেতে পারবেন কিনা। হ্যামস্ট্রিং ইন্জুরির ক্ষেত্রে বড় সমস্যা হল দ্রুত সিঙ্গেল নেয়া। তাই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে নাকি আরও কিছুটা সময় প্রয়োজন হবে সেটার উপরই তার দলে ফেরার সিদ্ধান্ত নির্ভর করছে।'


আইপিএলে গত ১৮ই অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত। তাই পরের তিনটি ম্যাচে তাঁকে মাঠে নামায়নি মুম্বাই টিম ম্যানেজমেন্ট। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে রোহিতকে না রাখায় দলীয় কোন্দলের গুঞ্জন শোনা গিয়েছিল। 


ভারতের দল ঘোষণার পরপরই মুম্বাই একটি বিবৃতিতে জানিয়েছিল, গত কয়েকদিনে ইন্জুরি থেকে মোটামুটি সেরে উঠেছেন রহিত। এমনকি মুম্বাইয়ের নেটে ব্যাটিং প্রাকটিস করতেও দেখা গিয়েছিল তাঁকে। আর এ নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়। এমনকি কঠোর সমালোচনার মুখেও পড়তে হয় ভারতের নির্বাচকদের।   



তবে মাঠে নামতে হলে রোহিতকে পুরোপুরি সুস্থ হতে হবে বলেও নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সেই কর্মকর্তা। তাঁর ভাষায়, 'হ্যামস্ট্রিংয়ের উপর চাপ তখনই পড়ে যখন একজন ব্যাটসম্যানের দ্রুত সিঙ্গেল নেয়ার প্রয়োজন পরে অথবা এক রান সম্পন্ন করে দ্রুত ঘুরে দ্বিতীয় রান নিতে হয়। যখন আপনি স্প্রিন্টের  শুরুতে গতিবৃদ্ধি করবেন তখন আপনাকে থামার জন্য দ্রুত গতি হ্রাস করতে হতে পারে। এটা তখনই আপনি ঠিক করতে পারবেন যখন আপনার হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিগুলো শতভাগ কাজ করবে। তাই আপনাকে পুরোপুরি সুস্থ হওয়াটা জরুরি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball