promotional_ad

টানা তিন ম্যাচ হারের অনুভূতি ভয়াবহ: ডি ভিলিয়ার্স

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এখন পর্যন্ত একবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে চলতি আইপিএলে শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করে যাচ্ছে তারা। 


১৩ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে বিরাট কোহলিদের দল। কিন্তু টেবিলে শক্ত অবস্থানে থাকলেও সন্তুষ্ট হতে পারছেন না দলটির প্রোটিয়া রিক্রুট এবি ডি ভিলিয়ার্স। কারণ নিজেদের খেলা সর্বশেষ তিন ম্যাচেই পরাজয় বরণ করে নিতে হয়েছে বেঙ্গালুরুকে। 



promotional_ad

সর্বশেষ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শনিবার ম্যাচেও  ৫ উইকেটে হেরেছে কোহলিবাহিনী। তাই দলের টানা পরাজয়ে অনেকটা হতাশ ডি ভিলিয়ার্স। এই অনুভূতিকে ভয়াবহ হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। 


ডি ভিলিয়ার্স বলেন, 'টানা তিন ম্যাচে পরাজয়ের অনুভূতি ভয়াবহ। আপনি কখনোই এমনটা চাইবেন না। কিন্তু এটাই টুর্নামেন্টের বৈশিষ্ট্য। যেকোনো কিছু ঘটতে পারে এখানে। যদি আপনি টানা তিন ম্যাচে হারেন, তাহলে টানা তিন ম্যাচে জিততেও পারবেন।'


সোমবার (২ নভেম্বর) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বেঙ্গালুরু। আইপিএলের প্রথম পর্বে দুই দলেরই আর একটি করে ম্যাচ বাকি। সাত জয় ও ছয় হার নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে দিল্লি।



আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচে যে দল জিতবে তাদের সামনে সুযোগ থাকবে কোয়ালিফায়ারে খেলার। আর হেরে গেলে খেলতে হবে এলিমেনেটর। তাই দিল্লির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচটিতে সেরা ক্রিকেটটাই খেলতে চান বেঙ্গালুরুর হার্ড হিটার ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।


সোমবারের ম্যাচ নিয়ে প্রোটিয়া ব্যাটসম্যান বলেন, 'দিল্লির বিপক্ষে বড় ম্যাচ আছে, আমরা সবাই সেটা জানি। আমাদের সেদিন সেরা খেলাটাই খেলতে হবে। যদি আমরা সেটা করতে পারি। সবকিছুই তখন এমনিতেই ভালো দেখাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball