promotional_ad

দেশের তিন জেলায় কোচ নেই বিসিবির

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


সারা দেশ জুড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৯১ জন কোচ রয়েছেন। তবে দেশের তিন জেলা নেত্রকোনা, গোপালগঞ্জ এবং বগুড়ায় বিসিবির কোচের পদ খালি পড়ে আছে। 


মূলত সারা দেশে নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম পরিচালনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিভিন্ন জেলায় কোচ নিয়োগ দিয়ে থাকে বিসিবি। এই কোচরাই বয়সভিত্তিক দলের (অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮) ক্রিকেটারদের বাছাইয়ের প্রাথমিক কাজটি করেন।



promotional_ad

করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের বাছাইয়ের প্রক্রিয়া বদলে গেছে। কদিন আগেই বিসিবি জানিয়েছিল, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে এই বাছাইয়ে অংশ নিতে পারবেন ক্রিকেটাররা।


বিসিবির কোচ না থাকায় নেত্রকোনা, গোপালগঞ্জ এবং বগুড়ার ক্রিকেটাররা বাছাইয়ে অংশ নিতে সমস্যায় পড়ছেন। যদিও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ দ্রুতই এসব জেলার কোচ নিয়োগ করবে বলে জানা গেছে।


জেলা, বিভাগীয় পর্যায়ের কোচ ছাড়াও বয়সভিত্তিক দলগুলো এবং এইচপি মিলে ১৭ কোচ আছে বিসিবির। ইতোমধ্যে একটি পাইলট প্রজেক্টের মাধ্যমে মৌলভীবাজারের যুব ক্রিকেটার বাছাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে।



মাত্র ১০-১২ দিনের মধ্যেই এই ক্রিকেটারদের বাছাইয়ের প্রক্রিয়া শেষ করেছেন সেখানকার কোচ এবং সংশ্লিষ্টরা। দেশের বাকি জেলাগুলোতেও এই কার্যক্রম চলমান রয়েছে।


বিসিবির চুক্তিতে থাকা কোচদের মধ্যে সাতজনের বেতন ২৫ ভাগ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার বোর্ড সভায় অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে বলে জানা গেছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball