promotional_ad

দলে বিভেদ সৃষ্টি করছে পিসিবি, দাবি ইনজামামের

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমে গুঞ্জন চলছে টেস্ট অধিনায়কত্ব হারাতে চলেছেন আজহার আলী। যদিও এই গুঞ্জনের উৎপত্তিটা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক তাই মনে করছেন টেস্ট অধিনায়ক পরিবর্তনের ইস্যুতে দলের মাঝে ফাটল সৃষ্টি করছে পিসিবি।  


কিংবদন্তী এই ক্রিকেটারের মতে অধিনায়ক ইস্যু  নিয়ে গণমাধ্যমে এমনভাবে আলোচনা করলে দলের মাঝে অবশ্যম্ভাবীভাবে বিভেদ সৃষ্টি করবে। একই সঙ্গে ক্রিকেটারদের মাঝে আস্থা এবং ঐক্যের সংকটও দেখা দেবে। 



promotional_ad

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সম্প্রতি কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করার আগে আজহার আলীর অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করার কথা জানান পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।


ওয়াসিম খানের বক্তব্যের প্রেক্ষিতেই এবার মুখ খুলেছেন ইনজামাম। অধিনায়ক পরিবর্তনের ব্যাপারটি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ঘোষণা দেয়া উচিত ছিল বলে নিজের ইউটিউব চ্যানেলে উল্লেখ করেন তিনি। 


ইনজামাম বলেন, 'পিসিবির প্রধান নির্বাহী বলেছেন যে নিউজিল্যান্ড সফরের টেস্ট দল ঘোষণার আগে তারা আজহার আলীর অধিনায়কত্ব পর্যালোচনা করবে। এই ধরনের বক্তব্য দলে বিভেদ সৃষ্টি করতে পারে। আপনি যদি অধিনায়ককে পরিবর্তন করতে চান, আপনার জিম্বাবুয়ে সিরিজের পরে ঘোষণাটি দেয়া উচিত ছিল।’



অধিনায়ক পরিবর্তনের ইস্যুটি বিষয়টি সকলের সামনে ফাঁস করার পক্ষে নন ইনজামাম। তাঁর ভাষ্যমতে, ‘অধিনায়কত্বের পরিবর্তনের বিষয়ে গণমাধ্যমে কানাঘুষা করার প্রয়োজন হয় না। মিডিয়া এবং সমর্থকদের প্রতিক্রিয়া বোঝার জন্য অনেক সময় বোর্ড নিজেই এই জাতীয় তথ্য ফাঁস করে দেয়। তবে এটি দলকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। এটি দলের প্রতি আস্থা ও ঐক্যকেও ব্যাহত করে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball