ম্যাচ জিতে বাকরুদ্ধ লোকেশ রাহুল

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি ক্রিকেটে বড় বড় লক্ষ্যও কখনো কখনো মামুলি হয়ে দাঁড়ায়। সেখানে ১২৬ রানের লক্ষ্যটা অনেক সহজই হওয়ার কথা সানরাইজার্স হায়দরাবাদের জন্য।
কিন্তু ভালো শুরুর পরও কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শনিবারের এই ম্যাচে রান তাড়া করে জিততে পারেনি ডেভিড ওয়ার্নারের দল।

এদিন পাঞ্জাব বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ১১৪ রানে থামে হায়দরাবাদের ইনিংস। ফলে ১২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
এমন অনাকাঙ্ক্ষিত জয়ের পর স্বাভাবিকভাবেই খুশি পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। এমনকি ম্যাচ জিতে রীতিমত বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি।
ম্যাচ শেষে পাঞ্জাব দলপতি বলেন, 'আমরা এটাকে অভ্যাসে পরিণত করেছি। জেতাটা একটা অভ্যাসের ব্যাপার। যেটা আমরা টুর্নামেন্টের প্রথম অংশে পারেনি। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। লো স্কোরিং খেলাতে আপনি ব্যাটসম্যানের রান করা, ডাইভ দিয়ে বল বাঁচানো, এবং কিছু মিতব্যয়ী ওভারের গুরুত্ব বুঝতে পারবেন।'
হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে জয়ের পর ১১ ম্যাচে পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে কিংস ইলেভেন পাঞ্জাব। হারের বৃত্ত থেকে বেরিয়ে টানা ম্যাচ জয়ে খুশি পাঞ্জাব অধিনায়ক।
রাহুল বলেন, 'আপনি দুই মাসে খুব বেশি কিছু বদলাতে পারবেন না। কিন্তু এই ছেলেগুলো আরো উন্নতি করছে। এমনকি যখন আমরা টেবিলের তলানিতে ছিলাম তখনো আতঙ্কিত হইনি। এখন জয় আসছে এই জন্য আমরা খুব খুশি।'