promotional_ad

সাকিবদের আন্দোলনের এক বছর

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাকিব আল হাসান মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালদের মতো তারকারাও আছেন ঠিক তাঁর পাশেই। তবে আপনারা যদি ভেবে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা কোনো উইকেট উদযাপনের জন্য মিলিত হয়েছেন তাহলে সেটা পুরোপুরি ভুল।


সাকিব আসলে মুশফিক-রিয়াদ-তামিম এবং অন্যান্য ক্রিকেটারদের মাঝে দাঁড়িয়ে আছেন নেতা হয়ে। আর তাঁদের ঘিরে রয়েছেন শ খানেক মানুষ। জাতীয় দলের এই চার প্রাণভোমরা কি তবে  রাজনীতিতে নামছেন? কিন্তু সেই ভাবনাও আসলে সঠিক নয়। সাকিবদের ঘিরে থাকা এই মানুষেরা প্রত্যেকেই ক্রিকেটার। যারা একত্র হয়েছেন ক্রিকেটের উন্নয়নের স্বার্থে ১১ দফা দাবি আদায়ের জন্য।


আজ থেকে ঠিক এক বছর আগের এই দিনেই দাবি দাওয়া আদায়ের জন্য আকস্মিক ধর্মঘটের ডাক দেন সাকিব, তামিম, মুশফিকরা। সেদিন দুপুর ১১টায় ক্রিকেটাররা জানালেন সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানাবেন।


এরপর দুপুর তিনটায় অনুষ্ঠিত সেই সংবাদ সম্মেলনেই নেতার ভূমিকায় দেখা গেল সাকিবকে। দেখা মিললো তাঁকে ঘিরে ধরা ক্রিকেটারদের দৃশ্য। যেন সাকিবকে কেন্দ্র করেই হচ্ছে দেশের ক্রিকেটের পুনর্জন্ম। সকলের পক্ষে সাকিব পড়ে শোনালেন নিজেদের দাবি-দাওয়া। হতবিহ্বল হয়ে পড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখন জানালো, এই ব্যাপারে নাকি কিছুই জানতো না তারা।  


অবাক করা ব্যাপার হলো ক্রিকেটারদের ধর্মঘটের ব্যাপারটি জানতেন না সে সময়ের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। নিজের ফেসবুক পেজে পোস্ট করে সেটাও নিশ্চিত করেন তিনি। তবে ক্রিকেটারদের দাবিতে নিজের সমর্থন জানাতে ভোলেননি নড়াইল এক্সপ্রেস। এরপর আবারও শুরু জলঘোলা, জনমনে প্রশ্নের ছড়াছড়ি। কী হতে যাচ্ছে কিংবা কী হবে জানেন না কেউ। বোর্ড, ক্রিকেটার, সাংবাদিক, দর্শক কেউ না।



promotional_ad

বিকেল পাঁচটায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানালেন ক্রিকেটাররা বিদ্রোহ করেছেন বলে মনে করছেন না তারা। বরং আলোচনাতেই সমাধান খুঁজছে ক্রিকেট বোর্ড। কিন্তু সে আলোচনা কখন, কোথায় এবং কীভাবে হবে সেটি বলতে পারেননি কেউই। 


রাত পেরিয়ে গেলেও অনিশ্চয়তা কাটার বদলে অপেক্ষাই বাড়তে থাকল। বিদ্রোহের পর দিন অর্থাৎ মঙ্গলবার সংবাদ সম্মেলন করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে নিজের সমস্ত রাগ, ক্ষোভ এবং জেদ যেন উগড়ে দিলেন তিনি। 


ঘণ্টাখানেকের সংবাদ সম্মেলনের পুরোটা জুড়েই ছড়ালো উত্তাপ। তাতে আদতে সংকট সমাধানের তেমন বার্তা পাওয়া গেল না। বিসিবি সভাপতির পর সংবাদ সম্মেলন করলেন ক্রিকেটার্স ওয়ালফেয়ার্স অ্যাসোসিয়েশনের (কোয়াব) নেতারা। পদত্যাগে সমাধান মিলবে না বলে অভিমত দিলেন তাঁরা। 


তবে মূল ঘটনা শুরু হলো বুধবার (২৩ অক্টোবর)। সকাল পেরিয়ে বেলা এগারোটায় প্রধান নির্বাহী নিজামউদ্দিন জানালেন বিকেল পাঁচটা পর্যন্ত ক্রিকেটারদের জন্য অপেক্ষা করবেন তারা। কিন্তু এর আগেই দেশের সর্বোচ্চ মহলে ছড়িয়ে পড়ে এই ঘটনা।


গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। এতে কী আলোচনা হয়, জানা যায় না সেটিও। অপরদিকে ক্রিকেটাররা সংবাদ সম্মেলন ডেকে ফেলেন এর মধ্যেই। তবে সেটা মিরপুরে নয়, গুলশানে। তবে তাঁদের কেউই কথা বলেননি সাংবাদিকদের সামনে।


সবচেয়ে বেপরোয়া কাজ হিসেবে ক্রিকেটাররা হাজির হন একেবারে আইনজীবি নিয়ে! সেই আইনজীবী মোস্তাফিজ পড়ে শোনালেন পেশাদার ক্রিকেটারদের দাবি-দাওয়া। আগের এগারোর সঙ্গে দুই যোগ করে সেটা ১৩ করলেন।



এরপর ক্রিকেটাররা সময় চাইলেন। ব্যক্তিগত আলাপচারিতা দরকার তাঁদের। বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন কিনা সেই সিদ্ধান্ত নেয়াটাও জরুরী। এরপর বোর্ডের সঙ্গে রাত নয়টায় শুরু হলো ক্রিকেটারদের বৈঠক।প্রায় দুই ঘণ্টা স্থায়ী হলো সেটা।


অবশেষে নানা বিতর্কের পর অবসান ঘটলো সব প্রতীক্ষার। কোয়াব সংশ্লিষ্ট দাবিটি এবং লভ্যাংশ ভাগাভাগির ব্যাপারটা বাদে বাকি সব দাবি ধাপে ধাপে মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হলো বোর্ড থেকে। শেষ হলো অবিশ্বাস-অনিশ্চয়তা আর রুদ্ধশ্বাসের ৫৬ ঘণ্টা। যার পুরোটা জুড়ে ঘিরে ছিল অনিশ্চয়তার দোলাচল। কখনো বোর্ড আবার কখনো ক্রিকেটাররা কঠোর হওয়ায় বাড়ছিল আশঙ্কা।


সোমবার বিকালে ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে যে নাটকের শুরু, তা শেষ হয়েছিল সাকিব আল হাসানের 'এখনো পর্যন্ত যা আলোচনা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট' এই উক্তির মাধ্যমে। কিন্তু সেই আন্দোলনের এক বছর পেরিয়ে সাকিবকে যদি একই প্রশ্ন করা হয়, তিনি কি সন্তুষ্ট হতে পারবেন এখন?



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball