নিজের দুর্বলতা নিয়ে আলাদাভাবে কাজ করছেন সোহান

ছবি: ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেট কিপার নুরুল হাসান সোহানকে নিয়ে সংশয় ছিল না কখনোই। অনেকে তাকে মনে করেন উইকেটের পেছনে দেশের সেরা। তবে ব্যাটসম্যান নুরুল হাসান যেন একটু নড়বড়ে। সামর্থ্যের ঝলক কয়েকবার দেখালেও সে অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি।
চলতি বিসিবি প্রেসিডেন্টস কাপে রিয়াদ একাদশের হয়ে খেলছেন সোহান। প্রথম ম্যাচে শান্ত একাদশের বিপক্ষে ১৪ রান করে আউট হন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে তামিম একাদশের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ৪১ রান করে দলের জয় সহজ করেন সোহান।

শনিবার (১৭ অক্টোবর) আবারও শান্ত একাদশের বিপক্ষে মাঠে নামবেন তিনি। সেই ম্যাচের আগে সোহান জানিয়েছেন নিজের খেলা নিয়ে পরিকল্পনার কথা। ব্যাটিং ও উইকেট কিপিং নিয়ে আলাদা করে কাজ করছেনে বলে জানান তিনি।
সোহান বলেন, ‘অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছি। ঘরোয়া লিগগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ । যেকোনো টুর্নামেন্টে খেলি শতভাগ দেয়ার চেষ্টা করি এবং নিজের কাছে সৎ থাকার চেষ্টা করি। দুর্বলতাগুলো যেগুলো আছে ব্যাটিং এবং উইকেট কিপিংয়ে, সেসব নিয়ে আলাদা করে কাজ করার চেষ্টা করছি। যেখানেই সুযোগ আসুক নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
বাকিদের সঙ্গেই নয় বরং সোহানের লড়াইটা নিজের সঙ্গেই বলে জানিয়েছেন তিনি, ‘সত্যিকারার্থে সবাই পারফর্ম করছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। আর প্রতিযোগীতা যদি ধরতে হয় তাহলে সবসময় আমি চেষ্টা করি নিজের সঙ্গে নিজের প্রতিযোগীতা করার। এতে নিজের যে দুর্বলতাগুলো আছে আর স্কিল আছে সেগুলো অনেক বেশি উন্নতি করার সুযোগ থাকে।’