দ্বিতীয় ওভারেই ফিরলেন ছোট তামিম

ছবি: ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্??িকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে তামিম একাদশ এবং নাজমুল একাদশ। এই মুহূর্তে টসে হেরে ব্যাট করছে তামিম একাদশ। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাঁদের সংগ্রহ ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৩৮ রান।
ছোট তামিমের বিদায়ঃ প্রথম ওভারে তাসকিন আহমেদের বিপক্ষে ৬ রান নিয়ে ওভার শেষ করেন তামিম ইকবাল। দ্বিতীয় ওভারের প্রথম বলে আল আমিন হোসেনকে পুল করে রানের খাতা খোলেন তানজিদ তামিম।
চতুর্থ বলে দৃষ্টিনন্দন কভার ড্রাইভে আরও একটি বাউন্ডারি মারেন এই তরুণ। কিন্তু পঞ্চম বলে আবারও পুল করতে গিয়ে নাঈম হাসানকে ক্যাচ দিয়ে বসেন তানজিদ। ৫ বলে ৮ রান করে ফেরেন তিনি। তার বিদায়ে তামিমকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন আনামুল হক বিজয়।

সংক্ষিপ্ত স্কোরঃ
তামিম একাদশঃ ৩৮/১ (৫ ওভার)
নাজমুল একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন, মুকিদুল ইসলাম, নাইম হাসান, রিশাদ হোসেন।
তামিম একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আকবর আলী।