কোহলি বললেন, খেলো-সেরে ওঠো-প্রস্তুতি নাও এবং আবার খেলো

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এর আগেও কয়েকটি সাক্ষাতকারে বিরাট কোহলি জানিয়েছিলেন, কিভাবে খাদ্যাভ্যাসে পরিবর্তন করে এবং নিয়মমতো জীবন যাপনের কারণে ইতিবাচক ফলাফল পেয়েছেন। ২০১২ আইপিএলের পর থেকে মন্ত্র কাজে লাগিয়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠেছেন ভারতের এই অধিনায়ক।
ফিটনেসের দিক দিয়েও অন্যতম সেরা কোহলি। প্রতিদিন অন্তত দুই ঘন্টা জিম করেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, এই ফিটনেস ধরে রাখার জন্য নিয়ম মতন জীবনযাপন ছাড়াও অনেক কষ্ট করেন কোহলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে। এক পোস্টে তিনি লিখেছেন, 'ম্যাচের পর ম্যাচ ভালো ফলাফল পাওয়ার মন্ত্র এটাই। খেল, সেরে ওঠো, প্রস্তুতি নেও এবং আবার খেলো। কখনো রুটিনের গুরুত্বকে খাটো করে দেখা যাবে না।'
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন কোহলি। আসরের শুরুর দিকে রান না পেলেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭২ রানের ইনিংস খেলে ফর্মে ফেরেন তিনি। এরপর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলেন ৪৩ বলে ৯০ রানের ঝড়ো ইনিংস।
আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ১৭৬ ইনিংসে ৩৮.৬৬ গড়ে ৫৬৬৮ রান তার। চলতি আইপিএলে এখনো পর্যন্ত সাত ম্যাচ খেলে ৭ ম্যাচ খেলে ২৫৬ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই অধিনায়ক।
পয়েন্ট টেবিলেও ভালো অবস্থানে আছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। সাত ম্যাচের পাঁচটিতে জিতে তিন নম্বরে আছে তারা। বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে ব্যাঙ্গালুর।