নিজেকে ফুটিয়ে তুলতে চান হৃদয়

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বয়স মাত্র একুশ। এই বসয়েই নিজের প্রতিভার জানান দিয়ে বেড়াচ্ছেন তৌহিদ হৃদয়। এ বছর বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ। অভিজ্ঞতা আছে দেশের ঘরোয়া ক্রিকেটে খেলারও। ২০১৮-১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলেছেন তিনি। সিলেট সিক্সার্সে সেবার হৃদয়ের সতীর্থ ছিলেন ডেভিড ওয়ার্নার-নিকোলাস পুরানরা।
বয়সভিত্তিক দল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় সব পর্যায়ে খেলা হয়েছে হৃদয়ের। তবে তরুণ এই ক্রিকেটারর চাওয়া যেখানেই হোক না কেন, সেখানেই ভালো মানের বোলারদের মোকাবেলা করতে চান, যেন নিজেকে ফুটিয়ে তুলতে পারেন।

বগুড়া থেকে উঠে আসা এই ক্রিকেটার চলমান প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচেই ঝলক দেখিয়েছেন। মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান এই তরুণ। বৃহস্পতিবার তামিম একাদশের বিপক্ষে মাঠে নামবে নাজমুল একাদশ।
নামার আগে বিসিবির দেয়া ভিডিওবার্তায় হৃদয় জানিয়েছেন, ভালো মানের বোলারদের বিপক্ষে রান পেলে আত্মবিশ্বাস পান তিনি। হৃদয় বলেন, ‘আসলে আমি যেখানেই খেলিনা কেন নিজে থেকে চাই কঠিন বোলারদের মুখোমুখি হতে।'
'সবসময় ভালো মানের বোলারকে মোকাবেলা করতে চাই, কারণ তাদের বিপক্ষে রান করলে অনেক আত্ববিশ্বাস পাওয়া যায়। আর যেহেতু এটা একটা ভালো একটা প্রতিযোগিতা, ভালো একটা লিগ চলছে, তো সবসময় মনোযোগ থাকবে কীভাবে নিজেকে ফুটিয়ে তোলা যায়। কীভাবে আরও ভালো কিছু করা যায়’ আরও যোগ করেন এই তরুণ।
বয়সভিত্তিক দলের হয়ে ৪৭ ম্যাচে ৫ সেঞ্চুরিতে করেছেন ১৬২৪ রান। আন্তর্জাতিক ক্রিকেটে যুবাদের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রকারী ব্যাটসম্যানও এই বছর বয়সী এই ব্যাটসম্যান। যুবাদের বিশ্বকাপ জয়ের পেছনেও বড় অবদান ছিল হৃদয়ের।