promotional_ad

পাওয়ার প্লে'তে রুবেলের ৩ উইকেট

ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে লড়ছে তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ। এই মুহূর্তে টসে হেরে ব্যাট করছে তামিম বাহিনী। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তামিম একাদশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫২ রান। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ৪৭ ওভারে।


রুবেলের জোড়া: বড় তামিমের বিদায়ের পরপরই শুরু হয় বৃষ্টি। প্রায় এক ঘন্টা ৪৫ মিনিট খেলা বন্ধ থাকার পর আবারও ব্যাটিংয়ে নামে তামিম একাদশ। বিজয়ের সঙ্গে ধীরগতিতে দেখে শুনেই এগোতে থাকেন তরুণ তামিম। তবে এই দুজনের ৩০ রানের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান রুবেল হোসেন। 


ডানহাতি এই পেসারের বলে স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে বসেন তামিম। ২৭ রান করা এই তরুণের ক্যাচ লুফে নেন মুমিনুল হক। এর দুই বল পর কাভার অঞ্চলে মুমিনুলকেই ক্যাচ দিয়ে বসেন ক্রিজে আসা মোহাম্মদ মিঠুন। তাঁর বিদায়ে ক্রিজে এসেছেন শাহাদাত হোসেন দিপু। 



promotional_ad

প্যাভিলিয়নে তামিম ইকবাল: টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি তামিম একাদশের। প্রথম ওভারে বোর্ডে ৩ রান যোগ করলেও দ্বিতীয় ওভারে রুবেল হোসেনের বলে লেগ বিফরের ফাঁদে পরে সাজঘরে ফিরেছেন অধিনায়ক তামিম। ৮ বলে ২ রান করেছেন তিনি।


সংক্ষিপ্ত স্কোরঃ


তামিম একাদশঃ ৫২/৩ (১০ ওভার) (বিজয় ১৭*, দিপু ১*; রুবেল ৩/১৬)   


তামিম একাদশ:



তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু,  এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।


মাহমুদউল্লাহ একাদশ:


মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক,  নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন,  মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball