তামিম একাদশে নেই আকবর, মাহমুদউল্লাহ একাদশে দুই পরিবর্তন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে তামিম একাদশ এবং মাহমুদউল্লাহ একাদশ। ইতোমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লহ একাদশে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
চলমান টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে মাহমুদউল্লাহবাহিনী। রবিবার প্রথম ম্যাচে নাজমুল একদশের কাছে ৪ উইকেটে হেরেছে দলটি। যে কারণে একাদশে পরিবর্তন এনেছে দলটি। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের জায়গায় দলে ঢুকেছেন মেহেদি হাসান মিরাজ।
এছাড়া আবু হায়দারের জায়গায় নেয়া হয়েছে সুমন খানকে। অন্যদিকে তামিম একাদশে জায়গা পাননি যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এছাড়া খালেদ আহমেদ এবং ইয়াসির আলীও বেঞ্চে রয়েছেন। তরুণ তানজিদ তামিমের সঙ্গে ওপেন করবেন তামিম ইকবাল।

তামিম একাদশের অবশ্য এটি প্রথম ম্যাচ।
তামিম একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।
মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব।