প্রেসিডেন্টস কাপের জন্য 'ক্যালকুলেটিভ রিস্ক' নিচ্ছে বিসিবি

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রবিবার থেকে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। চার দিন বিরতির পর আবারও জৈব সুরক্ষা বলয়ে ঢুকেছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। এর আগে শুক্রবার খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, দলের সহকারী, টিম বাসের চালক, সহকারী, হোটেল সোনারগাঁওয়ের কর্মীসহ মোট ১২৬ জনের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইতোমধ্যে সেই করোনা পরীক্ষার ফলাফল চলে এসেছে। ক্রিকেটাররা সবাই নেগেটিভ এলেও বিসিবির সীমারেখার বাইরে থাকা দুজনের করোনা পজিটিভ এসেছে। ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে।
ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। পজিটিভ আসা দুজন কারও সংস্পর্শে এসেছেন কিনা, সেটাও খতিয়ে দেখছে বিসিবি। তবে সিরিজকে সামনে রেখে 'ক্যালকুলেটিভ রিস্ক' নিতে রাজি বোর্ড।
দেবাশীষ চৌধুরী বলেন, '১২৬ জনের মধ্যে ১২৪ জনের করোনা নেগেটিভ এসেছে। যে দুজন পজিটিভ এসেছে তাঁরা আমাদের সীমারেখার বাইরে। ইতোমধ্যে তাঁদের আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে।'
'এই দুজন কারও সংস্পর্শে এসেছিলেন কিনা সেটাও খতিয়ে দেখছি আমরা। তবে এই মুহূর্তে খেলা শুরু করতে হলে আমাদেরকে কিছুটা হলেও ক্যালকুলেটিভ রিস্ক নিতেই হবে। তা না হলে তো খেলা মাঠে গড়ানো সম্ভব হবে না' আরও যোগ করেন বিসিবির এই চিকিৎসক।
এত দিন সুরক্ষাবলয়ে ছিলেন ২৭ ক্রিকেটার। তিন দল মিলিয়ে আজ থেকে সেটি দাঁড়াচ্ছে ৪৫ জনে। সব মিলিয়ে আজ হোটেল সোনারগাঁওয়ের সুরক্ষাবলয়ে ঢুকেছেন ৬৩ জন।তিন দলই আজ সকাল-বিকেল মিলিয়ে অনুশীলন করবে মিরপুরে।

প্রেসিডেন্ট কাপে অংশ নেবে মাহমুদউল্লাহ একাদশ, নাজমুল হোসেন শান্ত একাদশ ও তামিম ইকবাল একাদশ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।দুপুর দেড়টা থেকে শুরু হওয়া প্রতিটি ম্যাচ সরাসরি দেখা যাবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে। শোনা যাবে বাংলাদেশ বেতারে।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল বিপ্লব। স্ট্যান্ডবাই: সানজামুল ইসলাম, হাসান মুরাদ।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল-আমিন, আবু জায়েদ, মুকিদুল ইসলাম, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন। স্ট্যান্ডবাই : সুমন খান, সাদমান ইসলাম, তানভীর ইসলাম।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান, মোসাদ্দেক হোসেন, মিঠুন, শাহাদত হোসেন দিপু, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি। স্ট্যান্ডবাই : শফিউল ইসলাম, মাহিদুল অঙ্কন, মেহেদী হাসান রানা।
টুর্নামেন্টের সূচি
১১ অক্টোবর মাহমুদউল্লাহ-নাজমুল মিরপুর
১৩ অক্টোবর মাহমুদউল্লাহ-তামিম মিরপুর
১৫ অক্টোবর নাজমুল-তামিম মিরপুর
১৭ অক্টোবর মাহমুদউল্লাহ-নাজমুল মিরপুর
১৯ অক্টোবর মাহমুদউল্লাহ-তামিম মিরপুর
২১ অক্টোবর নাজমুল-তামিম মিরপুর
২৩ অক্টোবর ফাইনাল মিরপুর
* ম্যাচ শুরু দুপুর ১.৩০ মিনিট