ব্যাটসম্যানরা সুযোগ কাজে লাগিয়েছে: ইমরুল

ছবি: ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্??ি করেসপন্ডেন্ট ||
লম্বা সময় পর দেশের মাঠে গড়িয়েছে ক্রিকেট। বাংলাদেশ দলের স্কিল ক্যাম্পের ম্যাচ অনুশীলনের অংশ হিসেবে দুটি দুই দিনের ম্যাচ এবং একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল টাইগার ক্রিকেটারদের। এরই মধ্যে একটি দুইদিনের ম্যাচ শেষ হয়েছে শনিবার। দ্বিতীয় ম্যাচটি শুরু হয়েছে সোমবার।
দীর্ঘ বিরতির পর মাঠে খেলতে নেমে ক্রিকেটাররা নার্ভাস থাকবেন এটাই অনুমেয় ছিল। কিন্তু উল্টো চিত্র দেখা গেছে প্রস্তুতি ম্যাচে। ব্যাটসম্যান-বোলার উভয়কেই দেখা গেছে সাবলীলভঙ্গীতে খেলতে। আর বিষয়টিতে বেশ অবাক হয়েছেন ওটিস গিবসন একাদশের ব্যাটসম্যান ইমরুল কায়েস।

সোমবার (৫ অক্টোবর) সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইমরুল কায়েস। তিনি মনে করেন যেভাবে ব্যাটিং থেকে শুরু করে সব কিছুই পরিকল্পনা মাফিক হয়েছে, যেভাবে তিনি ব্যাটিং চেয়েছিলেন সেভাবেই পেরেছেন।
ইমরুল বলেন, 'প্রথমে একটা ম্যাচ খেলেছিলাম অনেকদিন পরে সেখানে আসলে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা হচ্ছিল, কিন্তু তারপরও অনেক ভালো খেলেছে সবাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব একটা ভালো খেলতে পারি নি। এই ম্যাচটাতে অনেক ফোকাস ছিল, পরিকল্পনা অনুযায়ী সব ঠিক ছিল।'
'ব্যাটিং যেভাবে করতে চেয়েছিলাম সেভাবেই করতে পেরেছি। এই দুইটা ম্যাচ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কেননা অনেকদিন পর যেহেতু আমরা খেলেছি। অনেকদিন না খেলতে থাকলে পরিকল্পনা বলেন, সব কিছুই একটু ওলট পালট হয়ে যায়। আর এরকম একটা সুযোগ পেয়ে সব ব্যাটসম্যানরাই কাজে লাগিয়েছে।'
প্রথম দিন শেষে ওটিস গিবসন একাদশের সংগ্রহ ৮ উইকেটের খরচায় ২৪৮ রান। ইমরুল করেন ৬০ রান, মাহমুদউল্লাহ ৫৬। তাসকিন নেন ৫৬ রানে ৩ উইকেট।